আম-কাঁঠালের সময় ঝড় কেনভাগ্নে : আচ্ছা মামা, আম-কাঁঠালের সময় ঝড় হয় কেন?মামা : তুই কি তাও জানিস না?ভাগ্নে : না, মামা।মামা : আরে ঝড় না হলে মানুষ গাছের নিচ থেকে কীভাবে আম কুড়াবে?****বাসর রাতে সমিরবাসর রাতে সমির তো খুব চিন্তিত। বউয়ের সাথে যে কি কথা বলবে! আধাঘণ্টা অনেক চিন্তা-ভাবনা করার পর-সমির : আপনার বাসার লোকেরা কি জানে যে আজকে আপনি এখানে থাকবেন?****একটা জিলাপিও সোজা নাঅরণ্য এক জিলাপিওয়ালাকে জিজ্ঞাসা করলো-অরণ্য : আচ্ছা ভাই, আপনি কতো বছর ধরে জিলাপি বানান?জিলাপিওয়ালা : আমি তো দীর্ঘ ১২ বছর ধরে জিলাপি বানাই।অরণ্য : এতো বছর ধরে জিলাপি বানান, অথচ আজ পর্যন্ত একটা জিলাপিও সোজা করে বানানো শিখলেন না!****ত্রিশ হাজার টাকা আয় ছেলে : আম্মু, আমি না আব্বুকে ত্রিশ হাজার টাকা আয় করে দিলাম।মা : তুই এতো টাকা কোথায় পেলি?ছেলে : আব্বু বলেছিল, পরীক্ষায় পাস করলেই আমাকে একটা কম্পিউটার কিনে দেবে। ওটা আর দিতে হবে না।এসইউ/পিআর
Advertisement