খেলাধুলা

ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার যোগ্য নয় অশ্বিন, কেন বললেন যুবরাজ?

ভারতীয় দলের জার্সিতে ভালোই পারফর্ম করছেন রবিচন্দ্রন অশ্বিন। বলা যায়, বর্তমান সময়কার সেরার তালিকায় নাম থাকার মতো একজন ক্রিকেটার হলেন অশ্বিন। ভারতের টেস্ট দলের হয়ে দারুণ বল করছেন এই ডানহাতি স্পিনার। তবু তাকে ভারতের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে খেলার অযোগ্য মনে করেন তারই সাবেক সতীর্থ যুবরাজ সিং।

Advertisement

টেস্ট ক্রিকেটে অশ্বিন ভালো খেললে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে খেলার পারফর্ম বিবেচনায় তাকে দলে নেওয়া ঠিক মনে করছেন না যুবরাজ। সাদা বলের খেলায় তাকে যোগ্যই মনে করছেন না ভারতের সাবেক অলরাউন্ডার।

ভারতের গণমাধ্যম ইন্ডিয়া টাইমসের সঙ্গে আলাপকালে যুববাজ বলেন, ‘সে একজন দুর্দান্ত বোলার। কিন্তু আমি মনে করি না যে, সে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার যোগ্য। বল হাতে সে খুবই ভালো। কিন্তু ব্যাট হাতে সে কি করে? ফিল্ডার হিসেবেও সে ভালো কিছু করতে পারে না। টেস্ট দলে তাকে নেওয়া ঠিক আছে। কিন্তু সাদা বলের খেলায়, আমি মনে করি না যে, সে সেখানে জায়গা পাওয়ার যোগ্য।’

ভারতীয় দলের হয়ে ২০১১ সালের বিশ্বকাপে একসঙ্গে খেলেছেন যুবরাজ ও অশ্বিন। তবে সে আসরে বিশ্বজয় করলেও তারপর দুসংবাদ ভারত। বিশ্বকাপ দলে খেলা যুবরাজের ক্যানসার ধরা পড়ে। যদিও এক বছরের মধ্যেই ক্যানসার জয় করেছেন যুবরাজ।

Advertisement

খেলার মধ্যেই কাশি দিচ্ছিলেন যুবরাজ। তবে সেটিকে তেমন গুরুত্ব দেননি এই ভারতীয় দলের ক্রিকেটার। তবে বিশ্বজয়ের পর নিজের স্বাস্থ্য পরীক্ষা করে জানলেন, মরণব্যাধি ক্যানসার আক্রান্ত্র হয়েছেন যুবরাজ।

যুবরাজের ক্যানসার ধরা পড়ার পর অশ্বিন বলেছিলেন, ‘যু্বি (যুবরাজ) কাশি দিতেন, এবং তিনি প্রবলভাবে কাশি দিতেন। আমি ভাবতাম এটা খেলার চাপে হয়েছে, সেই জন্যই হয়তো কাশি দিচ্ছেন। আক্ষরিক অর্থে, দলের জুনিয়রদের কারোরই ধারণা ছিল না, তিনি যে গুরুতর অসুস্থতায় ভুগছেন।’

 

এমএইচ/জিকেএস

Advertisement