জাতীয়

সাকরাইনে ১৫ হাজার ঘুড়ি বিতরণ করেছে দক্ষিণ সিটি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭৫টি ওয়ার্ডে একযোগে সাকরাইন উৎসব আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের।

Advertisement

রোববার (১৪ জানুয়ারি) বিকেল তিনটায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান তিনি।

বিজ্ঞপ্তিতে আবু নাছের জানান, ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডে একযোগে সাকরাইন উৎসব আয়োজন করতে কাউন্সিলরদের মাধ্যমে ১৫ হাজার ঘুড়ি বিতরণ করা হয়েছে। এরমধ্যে রোববার (১৪ জানুয়ারি) বিকেল ৩টায় ধুপখোলা মাঠে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃক ঐতিহ্যবাহী সাকরাইন বা ঘুড়ি উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস।

আরও পড়ুন>> ডিজে গানে ফিকে সাকরাইন উৎসব, অতিষ্ঠ সাধারণ মানুষ 

Advertisement

করপোরেশনের ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক কমিটির তত্ত্বাবধানে ২০২১ সাল থেকে দক্ষিণ সিটি সাকরাইন উৎসব আয়োজন করে আসছে। করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ২০২২ সালে আয়োজন করা সম্ভব না হলেও ২০২৩ সালে ২য় বারের মতো করপোরেশনের উদ্যোগে সাকরাইন উৎসব আয়োজন করা হয়।

এমএমএ/এমএইচআর/জিকেএস