দেশজুড়ে

মিরসরাইয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় হামলা

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষ হয়ে কাজ করায় কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

Advertisement

রোববার (১৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের চৌধুরী পাড়ায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন মঞ্জুরুল হাসান মঞ্জু (৪৪) ও মাইনুল হাসান আশরাফ (৪৫)। এরমধ্যে আশরাফ মিরসরাইয়ের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিনের নির্বাচনী এজেন্ট ছিলেন। মঞ্জু গিয়াসের পক্ষ হয়ে নির্বাচনী মাঠে কাজ করেন।

স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিন বলেন, ‘তারা (নৌকার সমর্থক) আমাকে এবং আমার কর্মীদের নানাভাবে হেনস্তা করছে। প্রতিনিয়ত আমার কর্মীদের ওপর হামলা চালাচ্ছে। আজ সকালেও হামলা চালায় তারা। এতে দুজন আহত হয়েছেন। বিষয়টি মৌখিকভাবে ওসিকে জানিয়েছি। আহতদের চিকিৎসা শেষে থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে।’

Advertisement

এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, ‘হামলার বিষয়ে খবর পেয়েছি। তবে এখনো কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

এম মাঈন উদ্দিন/এসআর/জেআইএম