২০২৪ সালের প্রথম ১১ দিনে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ১০০ অভিবাসীকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে রোমানিয়া। দেশটির জেনারেল ইনস্পেক্টরেট ফর ইমিগ্রেশন (আইজিআই) এ তথ্য জানিয়েছে।
Advertisement
নতুন বছরের শুরু থেকে আটটি আলাদা অভিযানে বিভিন্ন দেশের ১০০ জন নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে আইজিআই। রোমানিয়ার আইনশৃঙ্খলা বাহিনী নিজস্ব এসকর্ট দিয়ে বহিষ্কারাদেশ কার্যকর করেছে।
প্রথম অভিযানে গত ৩ জানুয়ারি ছয়জন শ্রীলঙ্কান এবং ছয়জন নেপালি অভিবাসীকে ফেরত পাঠানো হয়।
দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয় ৫ জানুয়ারি। ওই দিন আরাদ ও অতোপেনি সীমান্তের একটি কেন্দ্র থেকে নয়জনকে ফেরত পাঠায় রোমানিয়া কর্তৃপক্ষ।
Advertisement
৬ জানুয়ারি রোমানিয়া ছাড়ার নোটিশ পাওয়া এক তুর্কি নাগরিকের বহিষ্কারাদেশ বাস্তবায়ন করে বুখারেস্ট।
৭ জানুয়ারি ফেরত পাঠানো হয় বিভিন্ন দেশের ১৮ জন নাগরিককে। একই দিন, বাংলাদেশ ও মরক্কোর ১৮ জন নাগরিককে নিজ নিজ দেশে ফেরত পাঠায় রোমানিয়া সীমান্ত পুলিশ।
গত ৮ ও ১০ জানুয়ারি দুটি পৃথক অভিযানে মোট ৩৭ জন অনিয়মিত অভিবাসীকে রোমানিয়া থেকে বহিষ্কারের তথ্য দিয়েছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ।
সবশেষ গত ১১ জানুয়ারি পাঁচজন ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠায় রোমানিয়া। তাদের সবাইকে হাঙ্গেরি সীমান্ত থেকে আটক করা হয়েছিল।
Advertisement
চলতি বছরের ৩১ মার্চ থেকে আংশিকভাবে ইউরোপের অবাধ চলাচলের অঞ্চল শেনজেন জোনে প্রবেশের অনুমতি পেয়েছে রোমানিয়া ও বুলগেরিয়া। ইইউ’র শর্ত পূরণে রোমানিয়া থেকে বেআইনি উপায়ে হাঙ্গেরিতে প্রবেশের চেষ্টা করা অভিবাসীদের আটক অব্যাহত রেখেছে বুখারেস্ট।
সূত্র: ইনফোমাইগ্রেন্টসকেএএ/