দেশজুড়ে

পোশাক কারখানায় হঠাৎ ৩৪ শ্রমিক অসুস্থ

ময়মনসিংহের ভালুকায় একটি পোশাক কারখানায় হঠাৎ ৩৪ শ্রমিক অসুস্থ হয়ে পড়ে। শনিবার (১৩ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার মাস্টারবাড়ি এলাকার এসকিউ বিরকিনা লিমিটেডে এ ঘটনা ঘটে।

Advertisement

তারা হলেন- নুরজাহান (৩৫), শেফালি (২২), নুরুন্নাহার (২৫), রুপালি (৩০), তন্বী (৩০), সাদিয়া (২৭), শাপলা (২০), সোনিয়া (২৮), নুরবানু (২৫), ফিরোজা (২৪), লিজা (২৫), রুকসানা (৩০), আসমা (৩০), ফাতেমা (২৩), আয়েশা (২৫), কুলসুম (৩৫), সুমি (২৩), সপ্না (৩০), সোনিয়া (৩০), লিপি (৩০), চায়না (১৯), রুবা (২১), আয়েশা, নার্গিস, শাহিনুর, সমেলা (৩৫), সালমা (২৫), জান্নাতুল ফেরদৌস (২৮), শাহেদা (২০), রহিমা (২০), সপ্না (২৪), তানিয়া (৪০) ও নাজমা (২৬)।

ময়মনসিংহ শিল্প পুলিশ-৫ এর পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান জানান, সকালে কর্মরত অবস্থায় কোম্পানির ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ তলায় বেশ কয়েকজন শ্রমিকের হঠাৎ শ্বাসকষ্ট দেখা দেয়। ঘণ্টাখানেকের মধ্যে ৩৪ শ্রমিক কারখানায় লুটিয়ে পড়েন। সহকর্মীরা তাদের উদ্ধার করে শ্রীপুরের মাওনা আল হেরা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসার পর আটজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক শ্রমিক জানান, দীর্ঘদিন ধরে এ কারখানায় কাজ করে আসছি। এমন ঘটনা আগে কখনো ঘটেনি। কাজ করার সময় শনিবার সকালে হঠাৎ বেশ কয়েকজনকে মাথা ঘুরে পড়ে যায়। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

এসকিউ কারখানার জেনারেল ম্যানেজার (জিএম) শাহরিয়ার হোসেন জানান, শুক্রবার শ্বাসকষ্টজনিত কারণে একজন শ্রমিক অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। এর আগেও একজন মারা গেছেন। শনিবার শ্বাসকষ্টজনিত কারণে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কারখানাটি দুদিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

মঞ্জুরুল ইসলাম/আরএইচ/জেআইএম