অফিসে যখন সুন্দরী মেয়ে আসেঅফিসের পিয়ন ছুটতে ছুটতে বসের ঘরে—
Advertisement
বস: কি হয়েছে, এমন ছুটে এলে কেন?পিয়ন: স্যার অফিসের সব ছেলেরা অজ্ঞান হয়ে গেছে।বস: বলো কী? কীভাবে? কী হয়েছে সবার? পিয়ন: স্যার, একটু আগের ঘটনা। অফিসে খুব সুন্দরী এক মেয়ে প্রবেশ করলো। মেয়েটিকে দেখে তো অফিসের সব ছেলে অবাক হয়ে গেল। কিন্তু মেয়েটি অফিসে ঢুকেই এমন এক কথা বললো, যা শুনে ছেলেগুলো সব বেহুঁশ!বস: আসলে কী বলেছিল মেয়েটি?কর্মী: মেয়েটি বলেছিল, ‘ভাইজান একটু চাপেন, রুমডা ঝাড়ু দিমু!
****
ভিতু স্বামী চেনার উপায়কাজী: বুঝলে রমিজ মিয়া, অ্যারেঞ্জড মেরিজে তালাকের সংখ্যা কম।ঘটক: তা-ই তো দেখতাছি হুজুর।কাজী: কিন্তু কেন, তা বলতে পার?ঘটক: যারা সাহস কইরা নিজের ইচ্ছায় বিয়াটাও করতে পারে না; তারা আবার তালাক দিবো কোন সাহসে?
Advertisement
****
নারীদের মন বোঝার ক্ষমতাপল্টু জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছিল। ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ শোনা গেল অশরীরী আওয়াজ, ‘পল্টু’।পল্টু: কে? কে কথা বলে?অশরীরী: ভয় পেয়ো না। আমি ইচ্ছাপূরণ দৈত্য। আজ এই শুভদিনে আমি তোমার একটি ইচ্ছা পূরণ করব। বলো, কী চাও তুমি?
কেএসকে/এমএস
Advertisement