দিন দিন কঠিন হয়ে যাচ্ছে চাকরির বাজার। বেকারত্বের হার বাড়ছে জ্যামিতিক হারে। এমন হতাশার মধ্যেও কিছু সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান আশার আলো দেখায়। তবে তার জন্য নিজেকে আপডেট রাখতে হবে।
Advertisement
তাই চাকরিপ্রার্থীদের জন্য তুলে ধরা হলো সপ্তাহের সেরা চাকরির বিজ্ঞাপনগুলো। জাগো নিউজের সঙ্গে থাকুন, খুঁজে নিন আপনার পছন্দের চাকরি—
সরকারি চাকরি
. ৫৫১ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ রেলওয়ে, এইচএসসি পাসেও আবেদন. ১০৫ জনকে নিয়োগ দেবে সিভিল সার্জনের কার্যালয়. ৭১ জনকে নিয়োগ দেবে সিলেট কাস্টমস, এসএসসি পাসেও আবেদন. ৪৯ জনকে নিয়োগ দেবে পল্লী বিদ্যুৎ সমিতি, আবেদন ফি ১১২ টাকা. ১৯ জনকে নিয়োগ দেবে খাদ্য মন্ত্রণালয়, আবেদন ফি ২২৩ টাকা. পল্লী বিদ্যুৎ সমিতিতে ৩৯ জনের নিয়োগ, আবেদন ফি ১১২ টাকা. ৩৭ জনকে নিয়োগ দেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়. ৭৩ জনকে নিয়োগ দেবে সিভিল সার্জনের কার্যালয়, আবেদন ফি ২২৩
Advertisement
ব্যাংক ও আর্থিকপ্রতিষ্ঠানে চাকরি
. বাংলাদেশ ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি, এসএসসি পাসেও আবেদন. নিয়োগ দেবে ন্যাশনাল ব্যাংক, থাকছে না বয়সসীমা. ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে ইস্টার্ন ব্যাংক, লাগবে না অভিজ্ঞতা. ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে ডাচ-বাংলা ব্যাংক. ঢাকায় নিয়োগ দেবে ওয়ান ব্যাংক, ৪০ বছরেও আবেদন. ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে সিটি ব্যাংক, লাগবে না অভিজ্ঞতা. ঢাকায় নিয়োগ দিচ্ছে সিটি ব্যাংক, লাগবে স্নাতক পাস. নিয়োগ দেবে কমিউনিটি ব্যাংক, থাকছে না বয়সসীমা. ঢাকায় নিয়োগ দেবে ওয়ান ব্যাংক, লাগবে স্নাতক পাস. নিয়োগ দেবে সীমান্ত ব্যাংক, থাকতে হবে স্নাতক পাস. স্নাতক পাসে নিয়োগ দিচ্ছে আইপিডিসি ফাইন্যান্স, থাকছে না বয়সসীমা
শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি
. চাকরির সুযোগ দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বেতন ৭১ হাজার. একাধিক বিভাগে শিক্ষক নিয়োগ দেবে নোবিপ্রবি. ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে বিএসএমআরএএইউ. সহকারী শিক্ষক নেবে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ. ৮ জন শিক্ষক নিয়োগ দেবে বুয়েট. নিয়োগ দেবে ব্র্যাক ইউনিভার্সিটি, লাগবে না অভিজ্ঞতা. ৯ জনকে নিয়োগ দেবে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
Advertisement
বেসরকারি চাকরি
. ঢাকায় নিয়োগ দেবে রূপায়ণ সিটি উত্তরা, ৪৫ বছরেও আবেদন. নিয়োগ দেবে উত্তরা মটরস, ২২ বছর হলেই আবেদনের সুযোগ. নিয়োগ দেবে বাংলাদেশ হোন্ডা, ২২ বছর হলেই আবেদন. ম্যানেজার নিয়োগ দেবে আকিজ বেকারস, কর্মস্থল ঢাকা. ভিভো বাংলাদেশে এক্সিকিউটিভ পদে চাকরির সুযোগ. পলমল গ্রুপে চাকরি, ২০ বছর হলেই আবেদনের সুযোগ. যমুনা গ্রুপে এক্সিকিউটিভ পদে চাকরির সুযোগ. ঢাকায় নিয়োগ দেবে মিনিস্টার, ৫৫ বছরেও আবেদন. সিটি গ্রুপে এক্সিকিউটিভ পদে চাকরির সুযোগ. চাকরি দেবে ইসলামী ব্যাংক হাসপাতাল, কর্মস্থল ঢাকা. চাকরি দেবে স্কয়ার টয়লেট্রিজ, লাগবে না অভিজ্ঞতা. মদিনা গ্রুপে চাকরির সুযোগ, ৪০ বছরেও আবেদন. বেলমন্ট গ্রুপে এক্সিকিউটিভ পদে চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা. চাকরি দেবে হাতিল, ৫০ বছরেও আবেদনের সুযোগ. ২০ জনকে চাকরি দেবে রকমারি ডটকম, কর্মস্থল ঢাকা. স্নাতক পাসে নিয়োগ দেবে সজীব গ্রুপ, ৪০ বছরেও আবেদন. চাকরির সুযোগ দিচ্ছে বেঙ্গল গ্রুপ, কর্মস্থল ঢাকা. অফিসার নিয়োগ দেবে স্কয়ার ফুড, অভিজ্ঞতা ছাড়াও আবেদন. নাবিল গ্রুপে চাকরি, ৪০ বছরেও আবেদনের সুযোগ
এনজিও চাকরি
. ঢাকায় ম্যানেজার পদে নিয়োগ দেবে ব্র্যাক, থাকছে না বয়সসীমা. ঢাকায় চাকরি দেবে মেরী স্টোপস, থাকতে হবে এইচএসসি পাস. ওয়েভ ফাউন্ডেশনে চাকরির সুযোগ, বেতন ৬০ হাজার. চাকরি দেবে অ্যাকশনএইড, থাকছে না বয়সসীমা. ১৫ জনকে নিয়োগ দেবে হীড বাংলাদেশ, ৩৫ বছরেও আবেদন. ঢাকায় চাকরি দেবে ব্র্যাক, থাকতে হবে এসএসসি পাস
এ ছাড়া সপ্তাহের অন্যান্য চাকরির খবর পেতে অনলাইন জব পোর্টাল জাগোজবস ডটকম ভিজিট করতে পারেন।
এমআইএইচ/এমএস