দেশজুড়ে

সাংবাদিকের হাত-পা বেঁধে রেখে মোটরসাইকেল নিয়ে গেলো ডাকাতদল

দীপ্ত টেলিভিশনের গাজীপুর জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলমের হাত, পা ও মুখ বেঁধে মোটরসাইকেল ও টাকা লুটে নিয়েছে একদল ডাকাত।

Advertisement

বুধবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক থানায় লিখিত অভিযোগ করেছেন।

সাংবাদিক জাহাঙ্গীর আলম জানান, রাত সাড়ে ১০টার দিকে তিনি কালিয়াকৈরে মাঝুখান-মাটিকাটা আঞ্চলিক সড়ক দিয়ে বাড়ি থেকে উপজেলার সুত্রাপুর এলাকায় যাচ্ছিলেন। পথে মাটিকাটা খালের ওপর ব্রিজের পশ্চিম পাশে সড়কে গাছ ফেলে ৬-৭ জন ডাকাত ব্যারিকেড দেয়। পরে দেশীয় অস্ত্র ঠেকিয়ে মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে তারা সড়কের পাশে ক্ষেতে নিয়ে যান। তারা হাত, পা ও মুখ বেঁধে ফেলেন। এসময় ডাকাত দলের সদস্যরা ব্যাগ তল্লাশি করে দীপ্ত টেলিভিশনের লোগো সম্বলিত মাইক্রোফোন দেখতে পেয়ে দুটি ফোন ফেরত দেন। তবে ওই সাংবাদিকের ব্যবহৃত হেলমেট, পকেটে থাকা ৮ হাজার টাকা, মোটরসাইকেল ও মোটরসাইকেলে থাকা কাঁচাবাজার লুট করে পালিয়ে যায় ডাকাতদল।

ডাকাতদল চলে গেলে প্রায় আধাঘণ্টার চেষ্টায় হাত, পা ও মুখের বাঁধন খুলে ফেলতে সক্ষম হন জাহাঙ্গীর আলম। পরে সড়কে এসে স্থানীয়দের সহায়তায় বাড়ি ফিরে যান। আজ সকালে থানায় অভিযোগ করেন।

Advertisement

এ বিষয়ে মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। আশা করছি, দ্রুততম সময়ের মধ্যে মোটরসাইকেলটি উদ্ধার করা হবে।

আমিনুল ইসলাম/এসআর/জেআইএম