খেলাধুলা

গোলরক্ষক কোচ নয়ন যেখানে প্রথম

দেশের প্রথম গোলরক্ষক কোচ হিসেবে এএফসি গোলকিপার 'এ' ডিপ্লোমা কোর্স সম্পন্ন করেছেন একেএম নুরুজ্জামান নয়ন। গত ২০ থেকে ৩০ নভেম্বর মালয়েশিয়ার কুয়ালালামপুরে এই কোর্স হয়েছে। সেখানে বাংলাদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ও ব্রুনাইয়ের গোলরক্ষক কোচরা অংশ নিয়েছেন।

Advertisement

ফুটবল অ্যাসোসিয়েশন অব মালয়েশিয়ার আমন্ত্রণে এই কোর্সে অংশ নিয়েছিলেন নয়ন। বর্তমানে বসুন্ধরা কিংসের গোলরক্ষক কোচ নয়ন। এর আগে তিনি দেশের প্রথম গোলরক্ষক কোচ হিসেবে লেভেল-১ ও লেভেল-২ কোর্স করেছিলেন।

২০১৯ সালে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র থেকে বসুন্ধরা কিংসে যোগ দিয়েছিলেন নয়ন। তার আগে তিনি দুই বছর মোহামেডানের গোলরক্ষক কোচের, আবাহনীর নারী ফুটবল দলের প্রধান কোচের এবং চট্টগ্রাম আবাহনীর গোলরক্ষক কোচের দায়িত্ব পালন করেছেন।

বসুন্ধরা কিংসের গোলরক্ষক কোচ হিসেবে ৪টি ট্রফি জিতেছেন নেত্রকোনার ৪৩ বছর বয়সী এ যুবক।

Advertisement

আরআই/এমএমআর/জেআইএম