২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হলে ‘একদিনের স্বৈরশাসক’ হতে চেয়ে তুলকালাম ফেলে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তার ওই বক্তব্য রীতিমতো লুফে নেয় ডেমোক্র্যাট শিবির। এটিকে ইস্যু করে ট্রাম্পবিরোধী প্রচারণা চালিয়ে যাচ্ছে বাইডেনের নির্বাচনী প্রচারণা দল। তবু নিজের বক্তব্যের পক্ষে অনড় সাবেক মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প আবারও বলেছেন, তিনি পুনর্নির্বাচিত হলে কেবল একদিনের জন্যই স্বৈরশাসক হবেন এবং তা হবে মাত্র দুটি লক্ষ্য অর্জনের জন্য।
Advertisement
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে এ রিপাবলিকান নেতা বলেন, তাকে স্বৈরশাসক উল্লেখ করে তার বিরোধীরা ভোট বাড়ানোর চেষ্টা করছেন।
আরও পড়ুন>> ট্রাম্পকে গণতন্ত্রের জন্য হুমকি বললেন বাইডেন
সাম্প্রতিক সময়ে প্রেসিডেন্ট বাইডেন একাধিকবার দাবি করেছেন, ট্রাম্প দ্বিতীয়বার নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র হুমকির মুখে পড়তে পারে।
Advertisement
জবাবে ট্রাম্প বলেন, আমি যুদ্ধে জড়াইনি। আমরা বরং সৈন্যদের দেশে ফিরিয়ে এনেছি। তিনি (জো বাইডেন) এটিকে রাজনৈতিক কৌশল হিসেবে ব্যবহার করছেন।
আরও পড়ুন>> আরও এক রাজ্যে ট্রাম্পকে নির্বাচনের অযোগ্য ঘোষণা
তবে এদিনও ‘একদিনের স্বৈরশাসক’ হওয়ার পরিকল্পনার পক্ষে কথা বলেছেন সাবেক প্রেসিডেন্ট। তিনি বলেছেন, মাত্র দুটি জিনিসের জন্য তিনি একদিনের স্বৈরশাসক হতে চান- প্রথমত, যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে অবৈধ অভিবাসন বন্ধ করা; দ্বিতীয়ত, মার্কিন জ্বালানি উৎপাদন প্রকল্পগুলো জোরদার করা।
এরপর আর আমি (স্বৈরশাসক) থাকবো না, বলেন ট্রাম্প।
Advertisement
সূত্র: এনডিটিভিকেএএ/