জাপানে ভয়াবহ ভূমিকম্পে দুই শতাধিক প্রাণহানির ১০ দিন যেতে না যেতেই এবার বড় ভূমিকম্পে কাঁপলো দক্ষিণ এশিয়ার তিন দেশ- আফগানিস্তান, ভারত ও পাকিস্তান। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বাংলাদেশ সময় বিকেল ৩টা ২০ মিনিটে আঘাত হানে শক্তিশালী এই ভূমিকম্প।
Advertisement
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের জুরম শহর থেকে ৪৪ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৪। ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ২০৪ কিলোমিটার গভীরে।
আরও পড়ুন>> আধা ঘণ্টায় দু’বার/ জাপানের পর এবার ভূমিকম্পে কাঁপলো আফগানিস্তান
আফগানিস্তানের পাশাপাশি প্রতিবেশী ভারত, পাকিস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তানেও অনুভূত হয়েছে ভূমিকম্পের প্রভাব।
Advertisement
পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর (পিএমডি) জানিয়েছে, এদিন দেশটির বিভিন্ন অংশে ছয় মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়েছে, ইসলামাবাদ, লাহোর ও এর আশপাশের এলাকা এবং খাইবার পাখতুনখাওয়ার কিছু এলাকায় শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়েছে।
Earthquake of Magnitude:6.1, Occurred on 11-01-2024, 14:50:24 IST, Lat: 36.48 & Long: 70.45, Depth: 220 Km ,Location: Afghanistan for more information Download the BhooKamp App https://t.co/fN2hpmK3jO @KirenRijiju @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia @Indiametdept pic.twitter.com/q5pkBVscsW
— National Center for Seismology (@NCS_Earthquake) January 11, 2024ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্রের (এনসিএস) উদ্ধৃতি দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরে রাজধানী দিল্লির কিছু অংশে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে ২৪১ কিলোমিটার উত্তরপূর্বে।
আরও পড়ুন>> ২০০ প্রাণহানি, শতাধিক নিখোঁজ/ জাপানে ক্ষত সারার আগেই ফের ৬ মাত্রার ভূমিকম্প
Advertisement
তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে, নতুন বছরের প্রথম দিন, গত ১ জানুয়ারি জাপানের মধ্যাঞ্চলীয় দ্বীপ হোনশুতে আঘাত হানে ৭ দশমিক ৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্প । এতে ধসে পড়ে অসংখ্য ঘরবাড়ি, রাস্তাঘাট।
আরও পড়ুন>> ১ দিনে ১৫৫ বার ভূমিকম্পে কাঁপলো জাপান
সেই ভূমিকম্পে নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন শতাধিক মানুষ।
তার আগে, গত বছরের ৭ অক্টোবর আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে আঘাত হানে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। এতে প্রাণ হারান দুই হাজারের বেশি মানুষ।
কেএএ/