রাজনীতি

গৎবাঁধা রাজনীতি থেকে বেরিয়ে নতুনত্ব আনতে চাই

ময়েজ উদ্দিন শরীফ রুয়েল। দ্বাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্য। হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিরও আইন বিষয়ক সম্পাদক ছিলেন। তার বাবা শরীফ উদ্দিন আহমেদ ছিলেন ১৯৯১ ও ১৯৯৬ দুই মেয়াদে একই আসনের এমপি। নির্বাচিত হওয়ার পর দ্বিতীয় প্রজন্মের রাজনীতিক রুয়েলের সঙ্গে কথা হয় জাগো নিউজের।

Advertisement

নিজের জয়ের জন্য মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। পাশাপাশি তিন কারণে জয়ী হয়েছেন বলেও জানান। ময়েজ উদ্দিন শরীফ রুয়েল বলেন, ‘খুব উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে। আমার এখানে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। আমার প্রতিদ্বন্দ্বী ছিলেন গত তিনবারের এমপি। তিনি স্বতন্ত্র নির্বাচন করেছেন। নৌকার প্রার্থী ও শেখ হাসিনার প্রার্থী হিসেবে এবং আমার বাবা মরহুম শরীফ উদ্দিনের দিকে তাকিয়ে আমাকে মানুষ ৫০ হাজার ভোটের ব্যবধানে পাস করিয়েছে। এজন্য আমি বানিয়াচং-আজমীরিগঞ্জের প্রতিটি ভোটারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি।’

আরও পড়ুন>> মন্ত্রিসভায়ও থাকছে চমক!

আমি চাই, গৎবাঁধা কথা বা রাজনীতি থেকে বেরিয়ে এসে একটু নতুনত্ব আনতে। নেত্রীর স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে তরুণ সমাজকে সক্রিয় করতে চাই। তাদের নিজ নিজ সক্ষমতা ও যোগ্যতা অনুযায়ী কাজে লাগাতে চাই। যাতে তারা নিজের পছন্দ মতো জায়গায় কাজ করে নিজের মেধার সাক্ষর রাখতে পারে।

Advertisement

নির্বাচনী এলাকা নিয়ে কর্মপরিকল্পনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমি চাই, গৎবাঁধা কথা বা রাজনীতি থেকে বেরিয়ে এসে একটু নতুনত্ব আনতে। নেত্রীর স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে তরুণ সমাজকে সক্রিয় করতে চাই। তাদের নিজ নিজ সক্ষমতা ও যোগ্যতা অনুযায়ী কাজে লাগাতে চাই। যাতে তারা নিজের পছন্দ মতো জায়গায় কাজ করে নিজের মেধার সাক্ষর রাখতে পারে। এতে বেকারত্ব কমবে, দেশের কাজে লাগবে তারুণ্যের মেধা।’

আরও পড়ুন>> নতুন বছরে আওয়ামী লীগের ৫ চ্যালেঞ্জ

‘এছাড়া আমার এলাকায় কিছু কিছু ইউনিয়নে রাস্তা ও ব্রিজ নেই। দূরত্বও অনেক। এখন নৌকা দিয়ে যাওয়া লাগে। বিষয়টি দ্রুত সমাধান করতে চাই। অন্য ইউনিয়নেরও রাস্তাঘাট, খেলার মাঠ, মসজিদ-মন্দিরের বিষয়ে মনোযোগী হওয়া আর সামাজিক নিরাপত্তা দেওয়ার কাজটি আমার অগ্রাধিকার।’

বানিয়াচং-আজমিরীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ-২ আসন। ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এখানে নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৯৯ হাজার ৯৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বর্তমান এমপি মো. আব্দুল মজিদ খান পেয়েছেন ৪৯ হাজার ৬০৬ ভোট।

Advertisement

এসইউজে/এএসএ/এমএস