লাইফস্টাইল

পাটিসাপটা পিঠার রেসিপি

শীতে বাহারি পিঠার স্বাদ নেন সব বাঙালিই। বিশেষ করে পাটিসাপটা পিঠার স্বাদে মুগ্ধ সবাই। তবে পিঠা তৈরির বিষয়টি বেশ ঝক্কির কাজ।

Advertisement

তবে চাইলে খুব সহজেই কিন্তু ঘরে তৈরি করতে পারেন পাটিসাপটা পিঠা। সামান্য কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করতে পারবেন এই পিঠা। রইলো রেসিপি-

আরও পড়ুন: সুস্বাদু খোলা জালি পিঠার রেসিপি

উপকরণ

Advertisement

বেটারের জন্য

১. ময়দা ১ কাপ২. চালের গুঁড়া দেড় কাপ৩. সুজি পৌনে ১ কাপ৪. লবণ স্বাদমতো৫. পানি পরিমাণমতো

পাটিসাপটার পুরের জন্য

১. ক্ষিরসা ২ কাপ২. কোড়ানো নারকেল ২ কাপ৩. গুঁড়া চিনি ১ কাপ

Advertisement

আরও পড়ুন: ঠান্ডা আবহাওয়ায় স্বাদ নিন ‘দুধ বড়া পিঠার’

সব উপকরণ একসঙ্গে করে ৫-৬ মিনিট জ্বাল দিলেই তৈরি হয়ে যাবে পুর। পিঠার ভেতরে নিজের ইচ্ছেমতো ক্ষিরসা অথবা নারকেলের পুর দিতে পারবেন।

পদ্ধতি

প্রথমে ননস্টিক প্যানে তেল ব্রাশ করে পাটিসাপটার বেটার ১ চামচ পরিমাণ ডালের গোল চামচ দিয়ে ছড়িয়ে দিতে হবে।

ঢেকে দিন কিছুক্ষণের জন্য। ঢাকনা সরিয়ে তাতে ক্ষিরসা দিয়ে পিঠা মুড়িয়ে ভাজ করে নামিয়ে নিন।

একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিতে হবে। ব্যাস পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে পাটিসাপটা পিঠা।

জেএমএস/এমএস