দেশজুড়ে

স্কুলছাত্রীর বুদ্ধিমত্তায় দুর্ঘটনা থেকে রক্ষা পেলো ট্রেন

নীলফামারীর ডোমারে এক স্কুলছাত্রীর বুদ্ধিমত্তায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে তিতুমীর এক্সপ্রেস ট্রেন। লাল চাদর উড়িয়ে ট্রেনটি থামানোর ব্যবস্থা করা হয়।

Advertisement

মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোকরা হাজীপাড়া গ্রামের রউফ সাহেবের ঘুন্টি এলাকায় এ ঘটনা ঘটে।

ওই কিশোরীর নাম আনোয়ারা বেগম। সে স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্রী।

স্থানীয়রা জানান, রেললাইনের পাশের বাসিন্দা আনোয়ারা বেগম রেললাইনের ওপর দিয়ে হাঁটার সময় লাইনে ফাটল দেখতে পেয়ে প্রতিবেশীদের জানায়। প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। এসময় তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি আসায় লাল চাদর উড়িয়ে তা থামানোর ব্যবস্থা করা হয়।

Advertisement

ডোমার রেলস্টেশন মাস্টার বাবু হোসেন জানান, এলাকাবাসী খবরে মিস্ত্রিদের ঘটনাস্থলে পাঠানো হয়। পরে লাইন মেরামতের কাজ শেষ হলে ১০ কিলোমিটার গতিতে তিতুমীর ট্রেনের লোকো মাস্টারকে ট্রেনটি নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। এরপর ট্রেনটি কোনোরকম দুর্ঘটনা ছাড়াই নিরাপদ গন্তব্যে পৌঁছে।

এসআর/এএসএম