দীর্ঘ ২৫ দিন হাসপাতালে থেকে মঙ্গলবার সন্ধ্যায় বাসায় ফিরেছেন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গত ২৮ ডিসেম্বর তার হৃদযন্ত্রের ব্লক অপসারণের জন্য অস্ত্রোপচার করা হয়।
Advertisement
সফল অস্ত্রোপচারের পর থেকে কাজী সালাউদ্দিনকে নিবিড় পর্যবেক্ষণের জন্য রাখা হয়েছিল আইসিইউতে। ৮ দিন আইসিইউতে রেখে চিকিৎসার পর কাজী সালাউদ্দিনকে সাধারণ কেবিনে নেওয়া হয়েছিলস ৪ জানুয়ারি। সেখানে ৫ দিন থাকার পর শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো হওয়ায় চিকিৎসকরা সালাউদ্দিনকে বাসায় নেওয়ার অনুমতি দেন।
বুকে ব্যথা নিয়ে গত ১৬ ডিসেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই কিংবদন্তি ফুটবলার। পরীক্ষা-নিরীক্ষার পর তার হার্টে কয়েকটি ব্লক ধরা পরে। চিকিৎসকরা অস্ত্রোপচারের মাধ্যমে বাফুফে সভাপতির হার্টের ব্লক অপসারণ করেন।
আরআই/এমএমআর/এমএস
Advertisement