সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগে দ্বিতীয় ধাপের পরীক্ষা আগামী ২ ফেব্রুয়ারি (শুক্রবার) অনুষ্ঠিত হতে পারে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ তারিখ নির্ধারণ করেছে। আন্তঃমন্ত্রণালয় বৈঠকে চূড়ান্ত হবে বিষয়টি।
Advertisement
মঙ্গলবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশনস) মনীষ চাকমা এ তথ্য জানান।
তিনি বলেন, দ্বিতীয় ধাপের নিয়োগ পরীক্ষার সম্ভাব্য তারিখ ২ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে। শিগগির আন্তঃমন্ত্রণালয়ে বৈঠকে বিষয়টি চূড়ান্ত করা হবে।
দ্বিতীয় ধাপে পরীক্ষা হবে ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগে। এ তিন বিভাগ থেকে আবেদন করেছেন চার লাখ ৩৯ হাজার ৪৩৮ জন চাকরিপ্রার্থী।
Advertisement
এবার তিন ধাপে বিজ্ঞপ্তি প্রকাশ ও আবেদন জমা নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। পরীক্ষাও হচ্ছে আলাদাভাবে। গত ৮ ডিসেম্বর প্রথম ধাপে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের ১৮ জেলায় একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ ধাপে আবেদন করেন ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ জন চাকরিপ্রার্থী। লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মোট ৯ হাজার ৩৩৭ জনকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করেছে অধিদপ্তর।
এএএইচ/এমএইচআর/এএসএম