শহরের সৌন্দর্য রক্ষায় নাগরিক দায়িত্ববোধ থেকে নির্বাচন পরবর্তী পোস্টার অপসারণ শুরু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন বরিশাল টিমের সদস্যরা।
Advertisement
মঙ্গলবার (৯ জানুয়ারি) দিনভর বরিশাল নগরীর বিভিন্ন স্থানে অর্ধশতাধিক স্বেচ্ছাসেবকদের নিয়ে এ কার্যক্রমের শুরু করে বিডি ক্লিন।
বিডি ক্লিন বরিশাল টিমের অতিরিক্ত সমন্বয়ক জায়েদ ইরফান জাগো নিউজকে বলেন, ৭ জানুয়ারি নির্বাচন শেষ হলেও নগরীর বিভিন্ন স্থানে পোস্টার সাঁটানো রয়ে গেছে। তাই শহরের সৌন্দর্য রক্ষার্থে নাগরিক দায়িত্ববোধ থেকে ৮ জানুয়ারি সকাল থেকে অর্ধশতাধিক স্বেচ্ছাসেবকদের নিয়ে পোস্টার অপসারণ শুরু করা হয়। নগরীর সবখানের পোস্টার অপসারণ না করা পর্যন্ত এ কার্যক্রম চলবে।
তিনি আরও বলেন, শুধু আমাদের রাস্তাঘাটের পরিচ্ছন্নতায় সীমাবদ্ধ থাকলে চলবে না। আমাদের মনও পরিষ্কার রাখতে হবে। যাতে দেশে কোনো ধরনের আবর্জনা জমতে না পারে।
Advertisement
শাওন খান/এএইচ/এএসএম