কয়েক অনুসারীকে গ্রেফতারের প্রতিবাদে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। এতে মহাসড়কের প্রায় আট কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে আবদুল লতিফ সিদ্দিকীর নেতৃত্বে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ও থানা ঘেরাও করা হয়।
Advertisement
প্রতিবাদের মুখে চারজনকে ছেড়ে দেওয়া হলেও এজাহারভুক্ত আসামি হওয়ায় দুজনকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
নবনির্বাচিত সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী বলেন, ‘আমার সমর্থক হাসমত আলীকে বিনা অপরাধে থানায় আটক করে রাখা হয়েছে। এছাড়া আরও কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের বিনাশর্তে মুক্তি না দেওয়া পর্যন্ত এখান থেকে যাবো না।’ এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক জানান, হাসমত এজাহারভুক্ত আসামি। বিনা অপরাধে কাউকে আটক করা হয়নি।
আরিফ উর রহমান টগর/এসআর/এএসএম
Advertisement