দাদি ও নানি শাশুড়ির সাথে দেখা করা জায়েজ। তারা মাহরাম নারীদের অন্তর্ভুক্ত।
Advertisement
কোরআনে আল্লাহ বলেছেন, তোমাদের ওপর হারাম করা হয়েছে তোমাদের মাদের, তোমাদের মেয়েদের, তোমাদের বোনদের, তোমাদের ফুফুদের, তোমাদের খালাদের, ভাতিজিদের, ভাগ্নিদের, তোমাদের সে সব মাতা যারা তোমাদের দুধপান করিয়েছে, তোমাদের দুধবোনদের, তোমাদের স্ত্রীদের মায়েদের, তোমরা যেসব স্ত্রীর সাথে মিলিত হয়েছ সেসব স্ত্রীর অপর স্বামী থেকে যেসব কন্যা তোমাদের কোলে রয়েছে তাদের, আর যদি তোমরা তাদের সাথে মিলিত না হয়ে থাক তবে তোমাদের উপর কোন পাপ নেই এবং তোমাদের ঔরসজাত পুত্রদের স্ত্রীদেরকে এবং দুই বোনকে একত্র করা(তোমাদের উপর হারাম করা হয়েছে)। তবে অতীতে যা হয়ে গেছে তা ভিন্ন কথা। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।(সুরা নিসা, ২৩)
এ আয়াতে স্ত্রীদের মায়েদের হারাম বলা হয়েছে। অর্থাৎ স্ত্রীর মায়েরা মাহরাম, তাদের সাথে বিয়ে হারাম, দেখা করা জায়েজ। সব মুফাসসির ও ফকিহগণ একমত যে এই বিধানে স্ত্রীর মায়ের মা ও স্ত্রীর পিতার মাও অন্তর্ভুক্ত।
ইসলামি পরিভাষায় যাদেরকে বিয়ে করা হারাম বা অবৈধ এবং দেখা করা বা দেখা দেওয়া জায়েয বা বৈধ, তাদেরকে মাহরাম বলা হয়। রক্ত সম্পর্কীয় আত্মীয়তা, স্তন্যদানের সম্পর্ক এবং বৈবাহিক সম্পর্কের মাধ্যমে নারী পুরুষ পরস্পরের মাহরাম হয়। পরস্পরের সাথে দেখা দেওয়া জায়েজ হয়।
Advertisement
ওএফএফ/জেআইএম