বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম দুই ম্যাচেই ৫ পয়েন্ট নেই আবাহনীর। প্রথম ম্যাচে রহমতগঞ্জের বিপক্ষে ড্র’য়ের পর দ্বিতীয় ম্যাচে ফর্টিস এফসির কাছে হেরেই বসে সর্বাধিক ৬ বারের চ্যাম্পিয়নরা।
Advertisement
স্বাধীনতা কাপের সেমিফাইনালে বসুন্ধরা কিংসের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়া থেকে টানা তিন ম্যাচে জয় নেই আকাশি-নীল জার্সিধারীদের। সমর্থকরা হতাশ। তবে আবাহনীর গোলরক্ষক পাপ্পু হোসেনের দৃঢ় বিশ্বাস তারা ঘুরে দাঁড়াবেই।
জাগো নিউজ: দুই ম্যাচে ৫ পয়েন্ট নেই। এমন আবাহানীকে তো দেখতে চায় না সমর্থকরা। দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে আপনি কি বলবেন?
পাপ্পু হোসেন: কেবল সমর্থকরাই নয়, আমরা কেউই এমন আবাহনীকে দেখতে চাইনি। তবে এটা বলবো, একটা খারাপ সময় হয়তো যাচ্ছে আমাদের। আমরা আশাবাদী আবাহনী ঘুরে দাঁড়াবেই।
Advertisement
জাগো নিউজ: স্বাধীনতা কাপের সেমিফাইনালে বসুন্ধরা কিংসের কাছে ৪-০ গোলে হারের পর খেলোয়াড়দের মনে কি নেতিবাচক কোনো প্রভাব পড়েছে?
পাপ্পু হোসেন: দেখেন, এটা হতেই পারে। আমরা তো ওই ম্যাচে আগে এগিয়ে যেতে পারতাম। পারিনি, উল্টো ৪ গোলে হেরেছি। আমরা প্রত্যেকটি ম্যাচ প্রথমে ভালো খেলছি। গোল পাইনি। দ্বিতীয়ার্ধে গিয়ে গোল খেয়ে বসি।
জাগো নিউজ: এখন খেলোয়াড়রা কি ভাবছেন প্রিমিয়ার লিগ নিয়ে?
পাপ্পু হোসেন: এখন আমাদের একটাই ভাবনা, সামনে অনেক ম্যাচ আছে। লিগে আমাদের শিরোপা লড়াইয়ে ফিরতে হলে বাকি সব ম্যাচ জিততেই হবে।
Advertisement
জাগো নিউজ: পরের ম্যাচ শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে। ঘুরে দাঁড়াতে এই বড় ম্যাচ জিততেই হবে আপনাদের। কতটা চ্যালেঞ্জ মনে করছেন?
পাপ্পু হোসেন: এখন আমাদের পুরো ফোকাস শেখ জামালের বিপক্ষে ম্যাচে। আমরা যদি আগের দুই ম্যাচে ৬ পয়েন্ট পেতাম তাহলে এই ম্যাচে জামাল চাপে থাকতো। এখন আমাদের নিজেদের খেলায় ফিরে জিততে হবে। একটি জয়ই আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিতে পারবে। আমাদের জন্য জরুরি ছন্দে ফেরা।
জাগো নিউজ: কোচ ক্রুসিয়ানি বলছিলেন, তিনি এখনো আত্মবিশ্বাস হারাননি। লিগ প্রতিদ্বন্দ্বীতায় ফিরতে পারবেন বলে তিনি আশাবাদী। কোচ আপনাদের কি বলে উদ্বুদ্ধ করছেন?
পাপ্পু হোসেন: কোচ আমাদের বলছেন-আবাহনী এ অবস্থায় থাকার মতো দল না। ফুটবলে আপ অ্যান্ড ডাউন হতে পারে। খারাপ সময় আসতে পারে। তবে আমরা দলের খেলোয়াড়রা কেমন তা নিয়ে নিজেদের আত্মবিশ্বাসী হতে বলছেন কোচ।
জাগো নিউজ: রহমতগঞ্জের বিপক্ষে ড্র। প্রথম ম্যাচে হতেই পারে এমন কিছু। কিন্তু পরের ম্যাচে ফর্টিসের কাছে হারের কারণ কি?
পাপ্পু হোসেন: এ ম্যাচে ব্রাজিলিয়ান ব্রুনো রোচা ১০ মিনিটের মাথায় ইনজুরিতে পড়েন। আমরা সেই ঘাটতিটা কাটিয়ে উঠতে পারিনি। তারপর গোল খেয়ে বসি। আমরা ছন্দে ফিরতে পারছিলাম না। আসলে কপালে ছিল না।
জাগো নিউজ: এবার নিজের কথা বলেন। সেই মালদ্বীপের বিপক্ষে ম্যাচ হতে আপনি আছেন জাতীয় দলে। তবে এখনো জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়নি। কতটা আশাবাদী?
পাপ্পু হোসেন: আমি অবশ্যই আশাবাদী। মালদ্বীপের বিপক্ষে দুই ম্যাচ। তারপর আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ। অস্ট্রেলিয়া ও লেবাননের বিপক্ষেও ম্যাচের স্কোয়াডে ছিলাম। মাঠে নামা হয়নি। জাতীয় দলের পোস্টের নিচে দাঁড়ানোর স্বপ্ন নিয়েই তো পরিশ্রম করে যাচ্ছি।
জাগো নিউজ: ধন্যবাদ।পাপ্পু হোসেন: আপনাকেও ধন্যবাদ।
আরআই/আইএইচএস/