টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগের এই ঐতিহাসিক জয়ে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।
Advertisement
সোমবার (৮ জানুয়ারি) গঙ্গাসাগর মেলায় কপিলমুনির আশ্রম পরিদর্শনে গিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেন, আমাদের অভিনন্দন থাকবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার ও আওয়ামী লীগের প্রতি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করি।
মমতা ব্যানার্জী গঙ্গাসাগর মেলা পরিদর্শনে গিয়ে দাবি করেন এই মেলা হলো বিশ্বের সেরা মেলা। এদিন বেশ কিছু প্রকল্পেরও ঘোষণা করেন তিনি।
মমতা বলেন, তপশিলি জাতি ও তপশিলি উপজাতি শিক্ষার্থীদের জন্য যুগান্তরকারী পদক্ষেপ নিয়েছে সরকার। বিভিন্ন ধরনের সরকারি চাকরির পরীক্ষার প্রশিক্ষণের ব্যবস্থা আজ থেকে করা হলো। এর নাম দেওয়া হলো যুবশ্রী।
Advertisement
মুখ্যমন্ত্রী মমতা বলেন, পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলায় ৫০টি সেন্টার চালু করা হয়েছে। চাকরি পরীক্ষার ট্রেনিংয়ের জন্য জেলায় আরও দুটি করে মোট ৪৬টি সেন্টার করা হবে।
ডিডি/এমএসএম