আজান প্রাপ্তবয়স্কদেরই দেওয়া উচিত। তবে পবিত্রতা, নামাজ ও আজানের জ্ঞান আছে এমন অপ্রাপ্তবয়স্ক ছেলে আজান দিলে তা আদায় হয়ে যাবে।
Advertisement
আজান মসজিদে জামাতে নামাজ আদায়ের জন্য আহ্বান জানানোর ইসলামি পদ্ধতি। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের জন্য পাঁচবার মসজিদ থেকে আজান দেওয়া হয়। এ ছাড়া সফরে বের হলে, মসজিদ নেই এমন কোনো জায়গায় নামাজ পড়লেও আজান দেওয়ার নির্দেশ দিয়েছেন রাসুল (সা.)। রাসুল (সা.) বলেছেন, যখন নামাজের সময় হয়, তোমাদের কেউ যেন আজান দেয় তোমাদের বয়োজ্যষ্ঠ ব্যক্তি যেন ইমামতি করে। (সুনানে আবু দাউদ)
পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের জন্য আজান দেওয়া সুন্নাতে মুআক্কাদা কেফায়া। অর্থাৎ কোনো মহল্লার মসজিদে আজান না হলে বা কেউ আজান না দিলে সুন্নত ছেড়ে দেওয়ার জন্য সবাই গুনাহগার হবে। মসজিদ ছাড়া বাড়িতে বা অন্য কোথাও একাকী বা জামাতে নামাজ পড়লে আজান দেওয়া মুস্তাহাব।
কোনো নামাজের আজান দিতে হবে ওয়াক্ত শুরু হওয়ার পর। ওয়াক্ত হওয়ার আগে আযান দিলে তা শুদ্ধ হবে না, ওয়াক্ত হওয়ার পর আবার আজান দিতে হবে।
Advertisement
ওএফএফ/এমএস