রাজনীতি

হরতাল সফল, বাসা থেকে বের হয়ে একটা রিকশাও পাইনি: মান্না

‘যাদের বিভিন্ন ভাতা ও সুবিধা দেওয়া হয়েছে, তাদের সব কার্ড নিয়ে গেছে। ভোট দিতে যেতে হবে না হলে কার্ড পাবে না। মানুষ মনে মনে বলেছে নিয়ে যাও তুমি কার্ড। ভোটার নাই, এটা একটা ভোটার ছাড়া নির্বাচন। আজকের হরতাল সবচেয়ে সফল। বাসা থেকে বের হয়ে একটা রিকশাও পাইনি।’

Advertisement

রোববার (৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এসব কথা বলেন। ভোট বর্জনের আহ্বান জানিয়ে দুপুরে সমাবেশের আয়োজন করে গণতন্ত্র মঞ্চ।

মান্না বলেন, সাত তারিখ পার হবে তাদের সঙ্কট দূর হবে না আর আমাদের আন্দোলনও বন্ধ হবে না। আমরা তোমাদের মানবো না। তোমাদের পদত্যাগ চাই। একটা অন্তর্বর্তীকালীন সরকার চাই, তার অধীনে নির্বাচন করবো।

সমাবেশে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না নির্বাচনকে ‘ডামি ভোট’ হিসেবে উল্লেখ করেন। বলেন, ‘মানুষ তো নাই। ভোটার নাই। এটা একটা ভোটার ছাড়া নির্বাচন।’

Advertisement

নিজেদের লড়াইকে জনগণের মুক্তি ও গণতন্ত্রের লড়াই দাবি করে মান্না বলেন, ‘ভয় ও প্রলোভন দেখিয়ে কাজ হবে না। লড়াই চলতে থাকবে।’ প্রতিরোধের কর্মসূচি দেওয়ার পরিকল্পনা আছে বলেও উল্লেখ করেন নাগরিক ঐক্যের এই নেতা।

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘দেশবাসী ডামি নির্বাচন বর্জনের ডাকে সাড়া দিয়েছে। সরকারের নাশকতা ও উসকানি মোকাবিলা করে ভোট বর্জন করেছে। ভোট বর্জন করে মানুষ প্রমাণ করেছে, দেশে গণতন্ত্র নেই। দুঃশাসন ও ভোট ভোট খেলার বিরুদ্ধে মানুষের ভেতর যে ক্ষোভ, তার জবাব মানুষ দিয়েছে।’

দেশের মানুষ আজ ভোট দিতে যায়নি বলে দাবি করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেন, ‘মানুষ মনে করে দেশে গণতন্ত্রের ছিটেফোঁটাও নেই। সে কারণে মানুষ ভোটকেন্দ্রে না গিয়ে জবাব দিয়েছে।’

দেশের মানুষ এই নির্বাচন প্রত্যাখ্যান করেছে দাবি করেন গণসংহতি আন্দোলনের এই নেতা। তিনি বলেন, ‘সারা বিশ্বও এই নির্বাচন প্রত্যাখ্যান করবে।’

Advertisement

রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম বলেন, ‘ঢাকা শহর ঘুরে দেখলেই বোঝা যায়, মানুষ নির্বাচন বর্জন করেছে।’

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন ভাসানী অনুসারী পরিষদের সদস্যসচিব হাবিবুর রহমান।

সমাবেশের পর গণতন্ত্র মঞ্চের নেতারা পুরানা পল্টন ও প্রেস ক্লাব এলাকায় মিছিল করেন। সমাবেশ ও মিছিল শেষে কিছু সময়ের জন্য প্রেস ক্লাবের সামনে গণতন্ত্রের মঞ্চের নেতাকর্মীরা অবস্থান করেন।

এফএইচ/এমআরএম/জেআইএম