দেশজুড়ে

কেন্দ্রে কেন্দ্রে অনিয়মের অভিযোগ, দুই প্রার্থীর ভোট বর্জন

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে নির্বাচন বর্জন করেছেন তৃণমূল বিএনপির প্রার্থী এম এম শাহীন (পাট) ও স্বতন্ত্র শফি আহমদ সালমান (ট্রাক)। নির্বাচনে কারচুপি ও পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ এনে তারা নির্বাচন বর্জন করেন।

Advertisement

রোববার (৭ জানুয়ারি) নির্বাচন চলাকালীন বিকেলে ফেসবুক লাইভে এসে তারা নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

তৃণমূল বিএনপির প্রার্থী শাহীন বলেন, কেন্দ্রে কেন্দ্রে অনিয়ম এবং জাল ভোট দেওয়া হয়েছে। প্রায় সব কেন্দ্র থেকেই এজেন্টদের ভয়ভীতি দেখিয়ে বের করে দেওয়া হয়েছে। ভোট চলাকালীন এসব অনিয়মের কথা রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনকে জানানোর পরও কোনো প্রতিকার না পাওয়ায় ভোট বর্জনের সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচন হয়নি। কমিশন সুষ্ঠু নির্বাচন দিতে ব্যর্থ হয়েছে।

Advertisement

একই অভিযোগের কথা জানান স্বতন্ত্র প্রার্থী শফি আহমদ সলমান।

এসআর/এএসএম