এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনের বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন চিত্রনায়ক ফেরদৌস। তার প্রতি শুভ কামনা জানিয়েছেন চলচ্চিত্র অঙ্গনের সবাই।
Advertisement
আজ (৭ জানুয়ারি) চিত্রনায়ক রিয়াজ তার প্রিয় সহকর্মী ফেরদৌসের নির্বাচনী এলাকায় তাকে শুভকামনা জানাতে এসেছিলেন। এসময় তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
রিয়াজ এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ‘আমি সাড়ে নয়টার সময় রাজধানীর বনানী বিদ্যা নিকেতনে ভোট দিয়েছি। প্রত্যেককে দেখেছি বিপুল উৎসাহ নিয়ে ভোট দিতে এসেছেন। আমি আমার ভোট দেওয়ার পর আমাদের প্রিয় সহকর্মী নায়ক ফেরদৌসের নির্বাচনী এলাকায় এসেছি।’
আরও পড়ুন: কোথাও কোনো ঝামেলা দেখিনি: নায়ক ফেরদৌস
Advertisement
ফেরদৌস সিনেমার মানুষ, তিনি জয়ী হলে তার কাছ থেকে কী আশা করছেন? এমন প্রশ্নের জবাবে রিয়াজ বলেন? ‘সিনেমার মানুষের জয় মানে, আমাদের সবার জয়। সিনেমার মানুষ নির্বাচিত হলে সিনেমার উপকার অবশ্যই হবে। এর আগে আমাদের ফারুক ভাই (প্রয়াত চিত্রনায়ক) নির্বাচিত হয়েছেন। এবার নির্বাচনে এসেছেন ফেরদৌস। আশা করছি তিনিও জয়ী হবেন। সিনেমার মানুষের এই ধারাবাহিকতা থাকবে।’
ফেরদৌসের কাছ থেকে প্রত্যাশা কেমন? জবাবে রিয়াজ বলেন, ‘তার কাছে প্রত্যাশা অনেক। তিনি যে এলাকায় নির্বাচন করছেন, জয়ী হয়ে সে এলাকার মানুষের পাশে থাকবেন। তেমনি চলচ্চিত্রের যে জগৎটা তাকে ফেরদৌস বানিয়েছে, সেসব মানুষের পাশেও থাকবেন। তিনি নির্বাচিত হলে আগামী ৫ বছর সবার জন্য কাজ করবেন।’
এমআই/এমএমএফ/জেআইএম
Advertisement