রাজনীতি

‘প্রধানমন্ত্রী আমাকে ভোট দিয়েছেন, আমি এ আরাফাতকে দিয়েছি’

ঢাকা-১০ আসনে নৌকা প্রতীক নিয়ে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে লড়ছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। এ আসনে নৌকার জয়ের ব্যাপারে শতভাগ সুনিশ্চিত বলে জানিয়েছেন তিনি।

Advertisement

রোববার (৭ জানুয়ারি) রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন ফেরদৌসের স্ত্রী তানিয়া ফেরদৌস। নিজ নির্বাচনী আসনের কাজের ব্যস্ততার ফাঁকে স্ত্রীর সঙ্গে ঢাকা-১৭ আসনের এ কেন্দ্রে আসেন তিনি। সঙ্গে ছিলেন ফেরদৌস-তানিয়া দম্পতির দুই মেয়েও। পরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ফেরদৌস এ কথা বলেন।

নৌকার প্রার্থী ফেরদৌস বলেন, ‘ভোট ভালো হচ্ছে। অনুভূতি অসাধারণ। আজকে আমাদের ভোট দেওয়া-নেওয়া চলছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ভোট দিয়েছেন। আমি মোহাম্মদ এ আরাফাতকে ভোট দিয়েছি। আমরা নৌকার পক্ষের মানুষ। শীতের সকালে কষ্ট করে ভোটাররা আসছেন, ভোট দিচ্ছেন। সবমিলয়ে দারুণ অনুভূতি।’

ভোট উৎসবে পরিণত হয়েছে দাবি করে তিনি বলেন, ‘গুলশানের বেশ কয়েকটি কেন্দ্রে আমি ঘুরলাম। গাড়ির ভেতর থেকেই দেখলাম লম্বা লাইন। অনেক ভোটার আসছেন। যারা এখনো আসেননি, তাদেরকেও আহ্বান জানাবো- দ্রুত যেন তারা কেন্দ্রে এসে ভোট দেন।’

Advertisement

জয়ের ব্যাপারে কতটা আশাবাদী- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ফেরদৌস বলেন, ‘ভোটগ্রহণ চলছে। ধীরে ধীরে আশার আলোও বাড়ছে। এখন পর্যন্ত যতটুকু দেখেছি, তাতে জয়ের ব্যাপারে আমি শতভাগ নিশ্চিত। কোনো সংশয় নেই।’

প্রসঙ্গত: সকালেই ধানমন্ডির সিটি কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে কেন্দ্রটি ঢাকা-১০ আসনে অবস্থিত এবং ওই আসনে আওয়ামী লীগের প্রার্থী চিত্র নায়ক ফেরদৌস আহমেদ।

এএএইচ/আএইচএস/

Advertisement