জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের ভুঞাপুরে নির্বাচন পর্যবেক্ষণ করেছেন ভারতের পর্যবেক্ষক দলের প্রধান ধর্মেন্দ্র শর্মা। তিনি ভারতের নির্বাচন কমিশনের সিনিয়র ডেপুটি কমিশনার।
Advertisement
রোববার (৭ জানুয়ারি) টাঙ্গাইল-২ আসনের ভুঞাপুর উপজেলার ভুঞাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন তিনি।
এ সময় তিনি ভোটকক্ষে প্রবেশ করে ভোটের বিষয়ে তথ্য সংগ্রহ করেন এবং প্রিসাইডিং কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
তবে ভারতীয় ওই নির্বাচন পর্যবেক্ষক কেন্দ্রগুলোতে ভোটার লাইনে কোনো ভোটার দেখতে পাননি। এনিয়ে সাংবাদিকদের কাছে কোনো মন্তব্যও করেননি তিনি।
Advertisement
এফএ/এমএস