খেলাধুলা

খুব দ্রুতই টি-টোয়েন্টি বিশ্বকাপ চান গেইল

তর যেন সইছে না টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ দলের মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইলের। টি-২০ বিশ্বকাপের দু’টি ট্রফি জিতেও শিরোপার ক্ষুধা আরো বেড়ে গেছে তার। তাই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নতুন নিয়ম- ‘চার বছর পর পর টি-২০ বিশ্বকাপ’- এই নিয়ম মানতে নারাজ গেইল।খুব দ্রতই আরো একটি বিশ্বকাপের আসর চান তিনি। কারণ আরো একটি বিশ্বকাপ জয়ের স্বাদ নিতে মুখিয়ে আছেন গেইল। এমনই একটি বার্তা টুইটারে দিয়েছেন গেইল।২০০৭ সালে প্রথম শুরু হয় টি-২০ বিশ্বকাপ। এরপর দু’বছর পর ২০০৯ সালে। তবে তৃতীয় আসর এক বছর পর, ২০১০ সালে। এরপরের তিন আসর হয় ২০১২, ২০১৪ ও ২০১৬ (চলমান বছর)। তবে টি-২০ বিশ্বকাপ আয়োজন নিয়ে নতুন নিয়ম করেছে আইসিসি। এখন থেকে দু’বছর নয় চার বছর পর পর অনুষ্ঠিত হবে টি-২০ বিশ্বকাপ।কিন্তু আইসিসির এমন সিদ্বান্তে মন খারাপ গেইলের। চার বছর পর পর নয় খুব দ্রুতই আরো একটি টি-২০ বিশ্বকাপ চাইছেন তিনি, ‘চার বছর পর পর টি-২০ বিশ্বকাপ কেন? আমার তো এখনই আর একটা চাই-চাই-চাই।’এখানেই থেমে থাকেননি গেইল। হুংকার দিয়ে গেইল বলেন, ‘আমরা এখন বিশ্বসেরা। যেকোনো দলকে যেকোনোভাবেই হারিয়ে দিতে পারি আমরা। টি-২০ ফরম্যাটে আমরা এখন চ্যাম্পিয়ন দল।’বিএ

Advertisement