রাত পোহালেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। সারাদেশ এ নিয়ে ব্যস্ত। এরই মধ্যে শনিবার (৬ জানুয়ারি) দিনগত রাতে কক্সবাজারের উখিয়ায় একটি রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন লেগেছে। উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ ব্লকের সাব ব্লক এ/৮ এ ঘটনা ঘটেছে।
Advertisement
রাত ২টা পর্যন্তও আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছে ক্যাম্পে অবস্থান করা রোহিঙ্গারা। এসময় পর্যন্ত অন্তত ৪০-৫০টি রোহিঙ্গা বসতি পুড়ে গেছে বলে ধারণা তাদের। তবে, কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণের বাইরে রয়েছে জানিয়েছেন ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল।তিনি বলেন, আগুনে এ পর্যন্ত (রাত ২টা পর্যন্ত) ৪০-৫০টি ঘর পুড়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইউনিট প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ঘটনাস্থলে এপিবিএন সদস্যরা কাজ করছে।
গেলো বছরের ৩১ ডিসেম্বর উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড ঘটে। এতে অন্তত ৪০-৫০টি বসতি পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত অর্ধশতাধিক ঘর।
একই বছরের ৫ মার্চ একই ক্যাম্পের অন্য একটি ব্লকে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে পুড়ে যায় প্রায় দুই হাজার ২০০ ঘর। ক্ষতিগ্রস্ত হয় ১৫ হাজারেরও বেশি রোহিঙ্গা।
Advertisement
এর আগে ২০২১ সালের ২২ মার্চ তিনটি ক্যাম্পে একসঙ্গে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে ১১ জন নিহত ও ৫ শতাধিক আহত হন। পুড়ে যায় ৯ হাজারের বেশি ঘর।
সায়ীদ আলমগীর/এমএএইচ/