দেশজুড়ে

হরতালে লক্ষ্মীপুর থেকে ঢাকা-চট্টগ্রাম রুটে বাস চলাচল বন্ধ

ভোট বর্জনের দাবিতে সারাদেশে ৪৮ ঘণ্টার হরতালের সমর্থনে লক্ষ্মীপুরে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। এ সময় ককটেল বিস্ফোরণসহ একটি ব্যাটারি ও একটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুরের ঘটনা ঘটে।

Advertisement

শনিবার (৬ জানুয়ারি) সকালে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সামনে ও ওয়াপদা এলাকায় লক্ষ্মীপুর-রামগতি সড়কে এ ঘটনা ঘটে। এর আগে রাতে ও সকালে জেলার বিভিন্ন এলাকায় হরতালের সমর্থনে মিছিল করেন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এদিকে হরতালের কারণে সকাল থেকেই লক্ষ্মীপুর থেকে ঢাকা-চট্টগ্রাম রুটে দূরপাল্লার যাত্রীবাহী বাস বন্ধ রয়েছে। স্থানীয় জামাল উদ্দিন বলেন, শুক্রবার (৫ জানুয়ারি) রাতেই সবশেষ ঢাকা ও চট্টগ্রামের উদ্দেশে গাড়ি ছেড়ে যায়। সকাল থেকে কোনো বাস ঢাকা-চট্টগ্রামে যেতে দেখা যায়নি। তবে সিএনজি অটোরিকশায় চাঁদপুর লঞ্চঘাট হয়ে অনেকেই ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ৩ জন বৃদ্ধ জানান, নামাজ পড়ে সকালে তারা হাঁটতে বের হন। তখন বিএনপির নেতকর্মীরা ঘটনাস্থলে মিছিল করে। এসময় তারা ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে তারা দুটি অটোরিকশা ভাঙচুর করে। তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত অটোরিকশাগুলো নিয়ে চালকরা চলে যায়। অটোচালকরা স্থানীয় বাসিন্দা ছিলেন না। বিক্ষোভকারীদের নামও বলেননি প্রত্যক্ষদর্শীরা।

Advertisement

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, হরতাল সমর্থনে বিএনপি মিছিল বের করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তখন কেউই ভাঙচুরের ঘটনা জানায়নি। এ ব্যাপারে খোঁজ নেওয়া হবে।

কাজল কায়েস/এফএ/জিকেএস