ধর্ম

সদকার অর্থ বিনিয়োগের বিধান

কোনো ইসলামি সমিতি বা সংস্থা যদি দরিদ্রদের জন্য নফল দান সংগ্রহ করে এবং সংগ্রহের সময়ই জানিয়ে দেয়, এই টাকা তারা ব্যবসায় বিনিয়োগ করবে, তাহলে ওই টাকা ব্যবসায় বিনিয়োগ করা জায়েজ। এ রকম বিনিয়োগের ক্ষেত্রে ব্যবসার মূলধন ও মুনাফা সবই সদকা ও দরিদ্র্যের প্রাপ্য বলে গণ্য হবে। তবে ওই সংস্থা বা সমিতি ব্যবসায়ের পরিশ্রমের বিনিময়ে মুনাফা থেকে ন্যায্য পারিশ্রমিক নিতে পারবে।

Advertisement

কিন্তু সদকা সংগ্রহের সময় যদি দাতাদের না জানানো হয় যে এই সদকা বিনিয়োগ করা হবে, তাহলে ওই সদকা বিনিয়োগ করা জায়েজ নয়। বরং যত দ্রুত সম্ভব ওই সদকার টাকা দরিদ্রদের দিয়ে দিতে হবে।

একইভাবে জাকাত, সদকায়ে ফেতর ইত্যাদি ফরজ-ওয়াজিব সদকার অর্থও নিজেদের কর্তৃত্বে রেখে কোথাও বিনিয়োগ করা নাজায়েজ। এ সব অর্থ যত দ্রুত সম্ভব দরিদ্রদের দিয়ে দিতে হবে।

ওএফএফ/এমএস

Advertisement