জাতীয়

চারজনের মরদেহ উদ্ধার: র‍্যাব

রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে এখন পর্যন্ত চারটি মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

Advertisement

শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টা ৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

রাত পৌনে ১১টায় র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন ঘটনাস্থলে সাংবাদিকদের এ তথ্য জানান।

আরও পড়ুন>> ধোঁয়া উঠছে পাওয়ার কার থেকে, হতে পারে বিস্ফোরণ

Advertisement

তিনি বলেন, এখন পর্যন্ত চারটি মরদেহ উদ্ধার হয়েছে। কে বা কারা এটা করেছে, সেটা উদঘাটনের চেষ্টা হচ্ছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান জাগো নিউজকে বলেন, ট্রেনটি চলন্ত অবস্থায় ছিল। ট্রেনের চারটি বগি পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সাতটি ইউনিট।

আরও পড়ুন>> আগুনে পুড়লো বেনাপোল এক্সপ্রেসের ৪ বগি, হতাহতের আশঙ্কা

গত ১৯ ডিসেম্বর ভোরে ঢাকার তেজগাঁও এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুনে এক নারী ও তার শিশু সন্তানসহ চারজন দগ্ধ হয়ে মারা যান। ওই ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলেছিলেন, যাত্রীবেশে ট্রেনে উঠে আগুন দিয়েছিল দুর্বৃত্তরা।

Advertisement

আরও পড়ুন>> ‘আগুনের ভেতর থেকে ৭ জনকে নামিয়ে এনেছি’

এনএইচ/বিএ