ভালোমানের ক্রিকেট সরঞ্জামের অনেক দাম। তাই অনেক ক্রিকেটারই সেসবের ব্যয়ভার বহন করতে পারেন না। তবে তামিম ইকবালের বড় মনের কথা অনেকেই জানেন। এর আগেও অনেক ক্রিকেটারকে ব্যাট থেকে শুরু করে বিভিন্ন ক্রিকেট সরঞ্জাম উপহার দিয়েছেন দেশসেরা ওপেনার।
Advertisement
বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে দামি ব্যাট ব্যবহার করেন তামিমই। তার বিশেষ চাহিদা অনুযায়ী ব্যাটগুলো তৈরি করে ‘সিএ’ কোম্পানি। এবার একই মানের ব্যাট দিয়ে আসন্ন বিশ্বকাপে খেলবে অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা। তামিম স্কোয়াডের ১৫ জনের জন্যই দামি ব্যাটের ব্যবস্থা করে দিয়েছেন।
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ চলাকালে তামিমের কাছ থেকে ব্যাট কেনার ইচ্ছা প্রকাশ করেন যুব দলের ২-৩ জন ক্রিকেটার। তাদের হয়ে দলের নির্বাচক হান্নান সরকার এ কথা জানান তামিমকে। হান্নান তখন বলেন ৪-৫টি ব্যাটের কথা।
তবে তামিম শুধু কয়েকজনের কাছে ব্যাট বিক্রি না করে স্কোয়াডের ১৫ জনের প্রত্যেকের জন্যই ব্যাটের ব্যবস্থা করার কথা চিন্তা করেন। সেইমতোই দুবাই থেকে প্রত্যেকের জন্য ব্যাট এনে দিয়েছেন তামিম।
Advertisement
অনূর্ধ্ব-১৯ দলের নির্বাচক হান্নান সরকার এই বিষয়ে বলেন, ‘এশিয়া কাপের সময়ই যুব ক্রিকেটাররা ভালো মানের ব্যাট চাচ্ছিল। তখন আমি সিনিয়র কয়েকজন ক্রিকেটারের সঙ্গেও যোগাযোগ করি। একপর্যায়ে তামিম ইকবাল আমাদের ৩-৪টা ব্যাট দেওয়ার কথা জানায়। পরে আবার নিজ থেকে যোগাযোগ করে যুব বিশ্বকাপের স্কোয়াডে থাকা সবার জন্যই ব্যাটের ব্যবস্থা করবে বলে জানায় তামিম। এখন সে ব্যাটগুলো পেয়ে স্বাভাবিকভাবেই ক্রিকেটাররা উচ্ছ্বসিত।’
আগামী ১৯ জানুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকায় শুরু হবে যুব বিশ্বকাপের আসর। বিশ্বকাপের দ্বিতীয় দিন বাংলাদেশের ম্যাচ ভারতের বিপক্ষে।
এমএমআর/এএসএম
Advertisement