দেশজুড়ে

এ কে আজাদসহ ১০ জনকে দল থেকে অব্যাহতি, অবৈধ বলছেন অন্যরা

জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীর বিপক্ষে নির্বাচন করায় স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদসহ ১০ জনকে আওয়ামী লীগ থেকে অব্যাহতি দিয়েছে জেলা আওয়ামী লীগ।

Advertisement

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাত ৮টার দিকে জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক শাহ্ ইশতিয়াক আরিফ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ১০ নেতাকে অব্যাহতির বিষয়টি জানানো হয়।

এ আসনে নৌকা মার্কার প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক।

অব্যাহতি পাওয়া ১০ জন আওয়ামী লীগ নেতার মধ্যে রয়েছেন- ফরিদপুর-৩ (সদর) আসনের ঈগল মার্কার স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ, জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, মনিরুল হাসান মিঠু, আবুল বাতিন ও শহিদুল ইসলাম নিরু, যুগ্ম-সাধারণ সম্পাদক শওকত আলী জাহিদ, মহিলা বিষয়ক সম্পাদক আইভি মাসুদ, কোষাধ্যক্ষ ড. যশোদা জীবন দেবনাথ, উপদেষ্টা পরিষদের সদস্য খলিফা কামাল উদ্দিন ও শাহ্ আলম মুকুল।

Advertisement

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর বিপক্ষে নির্বাচন করায় এবং বিপক্ষ প্রার্থীর পক্ষে প্রত্যক্ষ সহযোগিতা ও জননেত্রীর স্থানীয় নির্বাচনী সভায় আপনাদের অনুপস্থিত ঔদ্ধত্যপূর্ণ আচরণের শামিল। যা দলীয় আদর্শ, লক্ষ্য, উদ্দেশ্য, গঠনতন্ত্র ও প্রতিষ্ঠানের স্বার্থের পরিপন্থি। সঙ্গত কারণেই দলীয় গঠনতন্ত্র অনুযায়ী প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ভঙ্গের কারণে আপনাদের দলীয় নিজ পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।

এ বিষয়ে ফরিদপুর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও অব্যাহতিপ্রাপ্ত নেতা ড. যশোদা জীবন দেবনাথ জাগো নিউজকে বলেন, এটি অগঠনতান্ত্রিক কাজ। জেলা কমিটির এ এখতিয়ার নেই। অব্যাহতি দিতে হলে জেলা কমিটি কেন্দ্রে সুপারিশ করবে। কেন্দ্র অব্যাহতি দিতে পারবে। জেলা আওয়ামী লীগের দুই নেতা কোনোভাবেই আমাদের অব্যাহতি দিতে পারবে না।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফের মোবাইল নম্বরে একাধিকবার ফোন করলেও তিনি তা রিসিভ করেননি।

এন কে বি নয়ন/এমএইচআর

Advertisement