জাতীয়

ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মামলার নির্দেশ ইসির

পিরোজপুর-২ আসনের অধীন ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজের বিরুদ্ধে মামলার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মিরাজুল ইসলাম মিরাজ-এর বিরুদ্ধে আমলযোগ্য অপরাধ বিবেচনায় গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৩ এর দফা ৩ (ক) এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ১১ (ক) বিধির অধীনে সংশ্লিষ্ট থানায় এজাহার দায়ের করতে বলেছে ইসি।

Advertisement

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) নির্বাচন কমিশনের উপ-সচিব মো. আব্দুছ সালাম ভান্ডারিয়া উপজেলা নির্বাচন অফিসারকে বাদী হয়ে মিরাজের বিরুদ্ধে মামলার নির্দেশনা দিয়েছেন।

ইসি চিঠিতে জানায়, পিরোজপুর-২ নির্বাচনী এলাকার জনাব মিরাজুল ইসলাম মিরাজ গত ২৪ ডিসেম্বর স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দীন মহারাজ-এর উপস্থিতিতে নির্বাচনী এলাকায় অত্যন্ত আপত্তিকর, কুরুচিপূর্ণ, অশালীন, মানহানিকর ও উসকানিমূলক বক্তব্য দেন। ফলে বর্ণিত ব্যক্তি গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৩ এর দফা ৩ (ক) ও সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ১১ (ক) বিধির বিধান লঙ্ঘন করেছেন মর্মে সংশ্লিষ্ট নির্বাচনী অনুসন্ধান কমিটি মাননীয় নির্বাচন কমিশনে প্রতিবেদন দাখিল করেছেন। এ অবস্থায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আমলযোগ্য অপরাধ বিবেচনায় গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৩ ও বর্ণিত আচরণ বিধিমালা ২০০৮ এর ১১ (ক) বিধির অধীনে সংশ্লিষ্ট থানায় এজাহার দায়ের করার জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসারকে নির্দেশনা দেওয়ার বিষয়ে মাননীয় নির্বাচন কমিশন সদয় সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

ইসি আরও জানায়, বিষয়টি অবিলম্বে অভিযোগকারী হিসেবে আপনাকে সংশ্লিষ্ট থানায় এজাহার দায়ের করার জন্য অনুরোধ করা হলো।

Advertisement

এমওএস/এমএইচআর