চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসমানখালী বাজারে পাটকাঠির গাদায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে প্রায় দেড়কোটি টাকার পাটকাঠি পুড়ে ছাই হয়ে গেছে।
Advertisement
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
আসমানখালী বাজার কমিটির সভাপতি ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ফারুক হোসেন জানান, পানের বরজে ব্যবহারের জন্য বিভিন্ন গ্রাম থেকে কিনে এসব পাটকাঠি গাদা করে সংরক্ষণ করা হয়। এগুলো আলমডাঙ্গা উপজেলা ও পার্শ্ববর্তী গাংনী থানার পানচাষিদের কাছে বিক্রি করা হয়। একমাস আগে প্রায় ৫০ লাখ টাকার পাটকাঠি কিনে তা বিক্রির জন্য মজুত করে রেখেছিলেন। আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে।
এ বিষয়ে আসমানখালী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নওশেদ আহমেদ জানান, পুলিশের পক্ষ থেকেও আগুন নেভানোর চেষ্টা চালানো হয়। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘণ্টাব্যাপী তাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
Advertisement
আগুনে বাজারে গাদা করে রাখা ৮-১০ জনের প্রায় দেড়কোটি টাকার পাটকাঠি পুড়ে ছাই হয়ে গেছে বলে জানান তিনি।
চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী কর্মকর্তা রফিকুজ্জামান জানান, একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনই বলা যাচ্ছে না।
হুসাইন মালিক/এসআর/জেআইএম
Advertisement