খেলাধুলা

এবার ভারতের পিচ নিয়ে মুখ বন্ধ করতে বললেন রোহিত

উপমহাদেশে খেলতে এলে বিদেশি দলগুলোকে পড়তে হয় স্পিন-ফাঁদে। ঠিক একইভাবে উপমহাদেশের বাইরে প্রস্তুত থাকে ঘাসের গতিময় উইকেট। কিন্তু স্পিনসহায়ক উইকেট নিয়ে সমালোচনা হলেও পেস উইকেট নিয়ে কথা হয় না, এমন দ্বিমুখী নীতি কেন? এমন প্রশ্ন তুলে এবার ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

Advertisement

কেপটাউনে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার টেস্ট শেষ হয়েছে দেড় দিনেরও কম সময়ে। যে টেস্টে একদিনেই পড়েছিল ২৩ উইকেট। ভারত টেস্টটি জিতেছে ৭ উইকেটে। সবমিলিয়ে এই টেস্টে খেলা হয়েছে ৬৪২ বল বা ১০৭ ওভার।

টেস্ট ইতিহাসেরই সবচেয়ে সংক্ষিপ্ততম ম্যাচ ছিল এটি। কেন এসব নিয়ে সমালোচনা হয় না, ভারত তাদের পছন্দমতো পিচ বানালেই কথা হয়, সেই প্রশ্ন তুললেন রোহিত।

ভারতীয় অধিনায়ক বলেন, ‘আমরা দেখেছি এই ম্যাচে কী ঘটেছে। পিচ কেমন আচরণ করেছে। সত্যি বলতে কি, যতক্ষণ পর্যন্ত সবাই ভারত নিয়ে মুখ বন্ধ রাখছে, ভারতের পিচ নিয়ে বেশি কথা বলা বন্ধ রাখছে, এ ধরনের উইকেটে খেলতে আমার আপত্তি নেই। এখানে আমরা নিজেদেরই চ্যালেঞ্জ জানাতে এসেছি। হ্যাঁ, এটা বিপজ্জনক, এটা চ্যালেঞ্জিং। কিন্তু অন্যরা যখন ভারতে যায়, তারাও চ্যালেঞ্জ সঙ্গে করেই যায়।’

Advertisement

গত ১৯ নভেম্বর বিশ্বকাপ ফাইনাল হয়েছিল আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। সে পিচকে ‘গড়পড়তার নিচে’ রেটিং দিয়েছিল আইসিসি। এবার সেই প্রসঙ্গও সামনে টানলেন রোহিত। বললেন, ‘আমার এখনো বিশ্বাস হয় না, বিশ্বকাপ ফাইনালের উইকেটকে গড়পড়তার নিচে বলা হয়েছে। একজন ব্যাটার (ট্রাভিস হেড) সেঞ্চুরি করেছিল। এই উইকেট কীভাবে বাজে হয়?’

রোহিতের মনে হয়, ভারতে খেলা হলেই কেবল পিচ নিয়ে কথা হয়। সেজন্য ম্যাচ রেফারিদেরও কাঠগড়ায় দাঁড় করালেন ভারতীয় অধিনায়ক, ‘ম্যাচ রেফারি কীভাবে পিচ রেটিং প্রস্তুত করেন, সেটি দেখতে পারলে আমার ভালো লাগবে। আমরা জানি, ভারতে প্রথম দিন থেকে বল স্পিন করে। যেটাকে বলা হয়, ঠিক নয়। কিন্তু বল যদি প্রথম দিন থেকে সিম করে, তাহলে ঠিক আছে। কিন্তু এটাও ঠিক নয়।’

এমএমআর/জেআইএম

Advertisement