খেলাধুলা

‘বাফুফের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছিল’

নাম পরিবর্তন করে কয়েকজন ফুটবলারকে দুই ক্লাবে খেলিয়ে বিতর্ক জন্ম দিয়েছিল বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি)। এই জালিয়াতিতে সহযোগিতা করেছিলেন প্রতিষ্ঠানের দুইজন ফুটবল কোচ।

Advertisement

বাফুফের এই জালিয়াতি ধরে খেলোয়াড়, কোচ ও প্রতিষ্ঠান বিকেএসপিকে শাস্তি দিয়েছিল। বিকেএসপিকে বাফুফে আয়েজিত যে কোনো ফুটবল প্রতিযোগিতা থেকে এক বছরের জন্য নিষিদ্ধ করার পাশাপাশি এক লাখ টাকা জরিমানাও করেছিল। বিকেএসপি আপীল করলে বাফুফের আপীল কমিটি তাদেরকে শাস্তি থেকে মুক্তি দিয়েছে।

সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া এই বিতর্কিত ঘটনা নিয়ে আজ (বৃহস্পতিবার) বিকেএসপি সংবাদ সম্মেলন আয়োজন করেছিল। সেখানে বিষয়টি নিয়ে বিস্তারিত বক্তব্য দিয়েছেন প্রতিষ্ঠানের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন। ঘটে যাওয়া ঘটনাকে বিকেএসপি ও বাফুফের মধ্যে ভুল বোঝাবুঝি উল্লেখ করেছেন তিনি।

বিকেএসপির মহাপরিচালক বলেছেন, ‘বিকেএসপি ও বাফুফের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে এ ধরণের ঘটনার সৃষ্টি হয়েছিল। বিকেএসপির আপীলের মাধ্যমে সব ভুল বোঝাবুঝির অবসান হয়েছে।’

Advertisement

বিকেএসপির খেলোয়াড়দের আগামীতে বিভিন্ন ক্লাব ও প্রতিষ্ঠানে প্রেরণ করলে সেখানে আরো সতর্কতা অবলম্বনের বিষয়ে গুরুত্ব দিয়ে বিকেএসপির প্রধান ব্যক্তি বলেন, ‘আগামীতে বিকেএসপির খেলোয়াড়রা যাতে আরো স্বচ্ছ্বতা বজায় রেখে ফেডারেশন আয়োজিত প্রতিযোগিতাগুলোয় অংশ নিতে পারে সেদিকে সতর্কতা অবলম্বন করতে হবে।’

বাফুফের আপীল কমিটি বিকেএসপির শাস্তি প্রত্যাহার করে নিলেও প্রতিষ্ঠানটি তাদের নিজস্ব তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মহাপরিচালক বলেছেন, ‘উক্ত ঘটনায় আমাদের আভ্যন্তরীন তদন্ত চলমান রয়েছে। তদন্তে কেউ দোষী প্রমান হলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’

আরআই/আইএইচএস/

Advertisement