খেলাধুলা

আইপিএল খেলতে ভারত গেলেন সাকিবও

বিশ্বকাপের পরে কয়েকদিনের বিরতি তারপর আবার শুরু ব্যস্ততা। ক্রিকেটার সাকিব আল হাসানের একটু বিশ্রামেরও সময় নেই। আইপিএল খেলতেই আজ বিকেলে ভারত রওনা দিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। এবারও আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠ মাতাবেন তিনি। সাকিবের জাতীয় দলের সতীর্থ মুস্তাফিজও আজ বিকালে ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছেন আইপিএল খেলতে। মুস্তাফিজ সানরাইজার্স হায়দ্রাবাদ দলের হয়ে মাঠ মাতাবেন। ভারত যাওয়ার আগে নিজের ফেসবুক পেজে একটি ছবিও পোস্ট করেন সাকিব। এর আগে আইপিএলে সাকিব কলকাতার হয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন দু’বার। ব্যাটে বলে অনবদ্য পারফর্মেন্স করা এই অলরাউন্ডারকে আগে থেকেই নিজেদের দলে রেখে দিয়েছে কলকাতা। শাহরুখ খানেরও অনেক পছন্দ সাকিবকে। তাছাড়া কলকাতাবাসীর ভালোবাসাও পেয়েছেন সাকিব। বিশ্বকাপে বাংলাদেশের হয়ে দুইটি ম্যাচ কলকাতার ইডেনে খেলেছেন তিনি। সেখানে অনেকেই শুধু সাকিবের খেলা দেখতেই মাঠে জড়ো হয়েছিলেন। আইপিএলের পরেই আবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল ) খেলতে দৌড় দেবেন সাকিব। সেখানে জ্যামাইকা তালাওয়াস দলের হয়ে খেলবেন তিনি। যে দলে রয়েছে গেইল, আন্দ্রে রাসেল, কুমার সাঙ্গাকারার মত বিশ্বসেরা তারকারা। আরআর/আইএইচএস/এবিএস

Advertisement