জাতীয়

ভোটের প্রস্তুতি সম্পর্কে কমনওয়েলথ প্রতিনিধিদলকে যা জানালো আইজিপি

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সঙ্গে সাক্ষাৎ করেছে বাংলাদেশ সফররত কমনওয়েলথ এক্সপার্ট টিমের ১০ সদস্যের প্রতিনিধি দল।

Advertisement

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) পুলিশ সদরদপ্তরে হল অব প্রাইডে আইজিপির সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

কমনওয়েলথ এক্সপার্ট টিমের নেতৃত্বে ছিলেন ওরেট ব্রুস গোল্ডিং। অপর সদস্যরা হলেন, জেফরি সেলিম ওয়াহিদ, ড. স্যামুয়েল আজু ফনকাম, অধ্যাপক আত্তাহিরু মুহাম্মদু জেগা, মার্ক হাওয়ার্ড স্টিফেনস, সব্যসাচী ব্যানার্জি, অধ্যাপক দিনেশা সমররত্নে, আলউইনা হেন্নাহ হেসুলু জোকু, টেরি ডেল ইনস লেইগ এবং পলিন জোকি জোরোগে।

পুলিশ সদরদপ্তরের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর জানান, কমনওয়েলথ এক্সপার্ট টিমের প্রতিনিধিদল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক আইনশৃঙ্খলা প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে পুলিশ প্রধানের কাছে জানতে চান। পুলিশপ্রধান নির্বাচনের সামগ্রিক নিরাপত্তা সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করেন।

Advertisement

এসময় পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টিটি/এমএএইচ/জিকেএস