খেলাধুলা

বুমরাহর আগুন মার্করামের বীরোচিত সেঞ্চুরি, ভারতের লক্ষ্য ৭৯

দলের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসটির মালিক অধিনায়ক ডিন এলগার। কত করেছেন জানেন? মাত্র ১২। দক্ষিণ আফ্রিকার ইনিংসে কেমন ধস নেমেছিল, আন্দাজ করা যাচ্ছে এই পরিসংখ্যানেই।

Advertisement

তবে এই ধসের মধ্যেও একক লড়াই করে দেখিয়েছেন এইডেন মার্করাম। বাকিরা যেখানে বিশের ঘরও ছুঁতে পারেননি, মার্করাম করেছেন বীরোচিত এক সেঞ্চুরি। ওপেনিংয়ে নেমে একপ্রান্ত ধরে রেখে অষ্টম উইকেট পর্যন্ত দলকে টেনে নিয়ে গেছেন মার্করাম।

কেপটাউন টেস্টে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে অলআউট হয়েছে ১৭৬ রানে। এর মধ্যে মার্করামের রানই ১০৬। ১০৩ বলের ইনিংসে ১৭টি চার আর ২টি ছক্কা হাঁকান প্রোটিয়া ওপেনার।

ভারতের জয়ের লক্ষ্য দাঁড়িয়েছে ৭৯ রানের। আরও সহজ লক্ষ্য পেতে পারতো সফরকারীরা। ব্যক্তিগত ৭৩ রানে উইকেটরক্ষক লোকেশ রাহুলকে ক্যাচ দিয়েছিলেন মার্করাম। কিন্তু জাসপ্রিত বুমরাহর বলে সহজ সে ক্যাচ ফেলে দেন রাহুল।

Advertisement

বুমরাহই দ্বিতীয় ইনিংসে ভারতের সেরা বোলার। আগুনে বোলিংয়ে ৬১ রানে ৬টি উইকেট তুলে নিয়েছেন এই পেসার।

এমএমআর/জিকেএস