দেশজুড়ে

কালো টাকা ছড়ানোর শঙ্কা, তবুও শেষ পর্যন্ত মাঠে থাকবেন মাহি

রাজশাহী-১ আসনে নির্বাচনে কালো টাকা ছড়ানোর শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত ভোটের মাঠে লড়ে যাবেন বলে জানালেন মাহিয়া মাহি। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে মুন্ডুমালা বাজারে তার নির্বাচনী কার্যালয়ে ১৩ দফা ইশতেহার ঘোষণাকালে তিনি এ কথা বলেন।

Advertisement

মাহি অভিযোগ করেন, এলাকায় ক্ষমতাশালীরা তার পোস্টার ছিঁড়ে ফেলেছে। প্রচার প্রচারণায় বাধা দেওয়ার পাশাপাশি ভয়ভীতি দেখাচ্ছে তার কর্মীদের। তবে শত বাধা থাকলেও শেষ পর্যন্ত ভোটের মাঠে লড়বেন তিনি।

এ সময় নৌকা মার্কার প্রার্থী ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে নির্বাচনের আগের দিন এলাকায় টাকা ছড়ানোর শঙ্কাও প্রকাশ করেন মাহি।

এর আগে তানোর-গোদাগাড়িকে উন্নত মডেল উপজেলায় রূপান্তর করতে ১৩ দফা উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন তিনি।

Advertisement

সাখাওয়াত হোসেন/এফএ/জিকেএস