দেশজুড়ে

ঝিনাইদহে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমাবেশ ঘিরে ১৪৪ ধারা জারি

নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী সমাবেশ ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ঝিনাইদহ শহরের ওয়াজির আলী স্কুল ও পানি উন্নয়ন বোর্ড মাঠ সহ আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

Advertisement

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ ১৪৪ ধারা বলবৎ থাকবে। বিষয়টি নিশ্চিত করেছে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এস এম রফিকুল ইসলাম।

এ বিষয়ে এক ঘোষণা পত্রে উল্লেখ করা হয়, বিকেলে ঝিনাইদহ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের নাসের শাহরিয়ার জাহেদী মহুল শহরের ওয়াজির আলী স্কুল মাঠ সহ বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী সভা আহবান করেন। একই সময় শহরের পানি উন্নয়ন বোর্ড মাঠে নির্বাচনী জনসভা আহবান করেন নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী। এতে শহরে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা দেখা দেয়। ফলে এ ১৪৪ ধারা জারি করে তাদের সভা সমাবেশ, মিছিল মিটিং নিষিদ্ধ করা হয়।

এস এম রফিকুল ইসলাম জাগো নিউজকে জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও জনগনের জানমালের নিরাপত্তা রক্ষায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

Advertisement

আব্দুল্লাহ আল মাসুদ/এনআইবি/এএসএম