সাহিত্য

ত্রিপদী কবিতাগুচ্ছ

১.খাঁচায় ধরা পড়েছে আহত পাখিটি।

Advertisement

আমাদের ফাঁদ ছিলপালক খুলে দিয়েছি।

২.আমাদের রাত-জাগরণ স্বভাব ছিল।

কিন্তু ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিশুয়োরের কাছে ক্লান্তি জমা দিয়ে।

Advertisement

৩.আমি তোমার ঠোঁটে আদর করতামএখন দেখি নেকড়ে হয়ে গেছে।

বিস্তৃত প্রবাহিত রক্তে খেলা দেখছি।

৪.বিশ্বাসের ছাদ ভিজে গেছে অজ্ঞতার বৃষ্টিতেশক্ত ছাদগুলো ভিজে গেলপিচবোর্ডের মতো।

৫.শাপলা ফুল হওযাতে বিদেশি সুগন্ধি না টানেপ্রয়োজন না হয়।

Advertisement

৬.বুকের বাগানগুলো নষ্ট হতে হতেশূন্য হয়েছে।

ভালোবাসা জড়ো হচ্ছে ঐশ্বর্য নিয়ে।

৭.এখন আমার কী করা উচিত?

আমি তোমার ফুল সবুজ এবং গাছপালা থেকেকাঁটার গন্ধ পাচ্ছি।

৮.প্রতিদ্বন্দ্বী কিংবা শত্রুদেখতে চায় না কেউ কেউসব সময় দেখতে চায় বখাটে।

৯.তোমার হাসি মর্জিনার চোখের জলগড়িয়ে পড়ে সারাক্ষণপ্রতারক-প্রতারক ভাবে।

১০.তোমার ভগবান-লাঠি বন্ধ করোনাহলে শয়তানের উদ্যমে নাচ বেড়ে যাবেবঞ্চিতদের হাহাকারে।

এসইউ/জিকেএস