লোহিত সাগরে ফের ইসরায়েলগামী একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। তাদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।
Advertisement
বলা হয়েছে, লোহিত ও আরব সাগর পাড়ি দিয়ে ইসরায়েলগামী যে কোনো জাহাজকে লক্ষ্য বস্তু করা হবে। গাজায় প্রয়োজনীয় খাদ্য সরবরাহ না করা পর্যন্ত এই হামলা অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
আরও পড়ুন>কাসেম সোলাইমানির স্মরণসভায় জোড়া বিস্ফোরণে নিহত শতাধিক
গোষ্ঠীটির মুখপাত্র জানান, মার্কিন কোনো হামলাকে ছাড় দেওয়া হবে না। অর্থাৎ সব হামলার জবাব দেওয়া হবে।
Advertisement
এর আগে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে বহু দেশের সমন্বয়ে নতুন টাস্কফোর্স গঠন করে যুক্তরাষ্ট্র। হুথিদের হামলা থেকে জাহাজগুলোকে রক্ষা করতেই এমন উদ্যোগ নেওয়া হয়।
আরও পড়ুন>মেক্সিকোর সঙ্গে সীমান্ত ক্রসিং খুলে দিচ্ছে যুক্তরাষ্ট্র
সম্প্রতি গাজায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তার দাবিতে লহিত সাগর দিয়ে চলাচল করা বাণিজ্যিক জাহাজের ওপর হামলা শুরু করে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এরপর বেশ কয়েকটি কন্টেইনার শিপিং কোম্পানি তাদের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। এতে কার্যত অচল হয়ে পড়েছে লোহিত সাগর।
সূত্র: আল-জাজিরা
Advertisement
এমএসএম