২০২৩ সালে আইসিসির বর্ষসেরা উদীয়মান নারী ক্রিকেটারের চারজনের সংক্ষিপ্ত তালিকায় মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের পেসার মারুফা আক্তার।
Advertisement
তালিকায় মারুফার সঙ্গে আছেন অস্ট্রেলিয়ার ফিবি লিচফিল্ড, ইংল্যান্ডের লরেন বেল এবং স্কটল্যান্ডের ডার্সি কার্টার।
২০২২ সালের ডিসেম্বরে জাতীয় দলে অভিষেক হয় মারুফার। ২০২৩ সালটা তার কেটেছে স্বপ্নের মতো। সে বছরের ফেব্রুয়ারি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে ২৩ রানে ৩ উইকেট শিকার করেন।
বিশ্বকাপে ৬.৩১ ইকোনমিতে ৪টি উইকেট নেন ১৯ বছরের মারুফা। এরপর বছরের মাঝামাঝিতে ঢাকায় ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়ের ম্যাচে নেন ২৯ রানে শিকার করেন ৪ উইকেট।
Advertisement
সবমিলিয়ে ২০২৩ সালে ওয়ানডেতে ২৪.৭৭ গড়ে ৯ উইকেট এবং টি-টোয়েন্টিতে ২৩.৩০ গড়ে ১০ উইকেট নেন মারুফা।
এদিকে বর্ষসেরা উদীয়মান পুরুষ ক্রিকেটার বিভাগে মনোনয়ন পেয়েছেন ভারতের যশস্বী জ্যাসওয়াল, নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র, দক্ষিণ আফ্রিকার জেরাল্ড কোয়েৎজি এবং শ্রীলঙ্কার দিলশান মাদুশঙ্কা।
টি-টোয়েন্টিতে বর্ষসেরা পুরুষ ক্রিকেটারের তালিকায় জায়গা পেয়েছেন নিউজিল্যান্ডের মার্ক চ্যাপম্যান, জিম্বাবুয়ের সিকান্দার রাজা, ভারতের সূর্যকুমার যাদব এবং উগান্ডার আলপেশ রামজানি।
টি-টোয়েন্টিতে বর্ষসেরা নারী ক্রিকেটারের তালিকায় রয়েছেন শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু, ইংল্যান্ডের শফি একলেস্টন, ওয়েস্ট ইন্ডিজের হেলে ম্যাথিউজ এবং অস্ট্রেলিয়ার এলিসা পেরি।
Advertisement
জানুয়ারির শেষের দিকে বর্ষসেরা পুরস্কারজয়ীদের নাম ঘোষণা করা হবে।
এমএমআর/জিকেএস