জাপানে প্রাণঘাতী ভূমিকম্পের দুদিন যেতে না যেতেই এবার ভূমিকম্পে কেঁপে উঠলো এশিয়ার আরেক দেশ আফগানিস্তান। বুধবার (৩ জানুয়ারি) দিনগত রাতে মাত্র আধা ঘণ্টার ব্যবধানে পরপর দু’বার কেঁপে উঠেছে দক্ষিণ এশিয়ার দেশটি।
Advertisement
ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্র (এনসিএস) জানিয়েছে, প্রথম কম্পনের উৎস ছিল আফগানিস্তানের ফয়জাবাদ এলাকা থেকে ১২৬ কিলোমিটার পূর্বে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৪ দশমিক ৪। বুধবার দিনগত রাত ১২টা ২৮ মিনিটে এই কম্পন অনুভূত হয়।
আরও পড়ুন>> ১ দিনে ১৫৫ বার ভূমিকম্পে কাঁপলো জাপান
এর আধা ঘণ্টা যেতে না যেতেই দ্বিতীয়বার কেঁপে ওঠে আফগানিস্তানের মাটি। রাত ১২টা ৫৫ মিনিটে দ্বিতীয় কম্পন অনুভূত হয়। এটির মাত্রা ছিল ৪ দশমিক ৮। ফয়জাবাদ থেকে ১০০ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে ছিল দ্বিতীয় কম্পনের উৎসস্থল।
Advertisement
Earthquake of Magnitude:4.8, Occurred on 03-01-2024, 00:55:55 IST, Lat: 36.90 & Long: 71.65, Depth: 140 Km ,Location: 100km ESE of Fayzabad, Afghanistan for more information Download the BhooKamp App https://t.co/tK6O8iw7ht@Dr_Mishra1966 @KirenRijiju @ndmaindia @Indiametdept pic.twitter.com/j0BEid0Ltw
— National Center for Seismology (@NCS_Earthquake) January 2, 2024এদিন আফগানিস্তান পরপর দু’বার ভূমিকম্পে কাঁপলেও এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গত বছরের ৭ অক্টোবর দেশটির পশ্চিমাঞ্চলে আঘাত হানে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। এতে প্রাণ হারান দুই হাজারের বেশি মানুষ।
আরও পড়ুন>> আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২০০০
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যমতে, গত বছরের ওই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল হেরাত শহর থেকে ৪০ কিলোমিটার উত্তরপশ্চিমে। এরপর আরও চারটি আফটারশক আঘাত হানে এলাকাটিতে। রিখটার স্কেলে সেগুলোর মাত্রা ছিল যথাক্রমে ৫ দশমিক ৫, ৪ দশমিক ৭, ৬ দশমিক ৩ ও ৫ দশমিক ৯।
Advertisement
এদিকে, গত ১ জানুয়ারি জাপানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬২ জনে পৌঁছেছে। রিখটার স্কেলে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পটির কেন্দ্র ছিল নোটো দ্বীপে।
আরও পড়ুন>> জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৬২
ভয়াবহ এই ভূমিকম্পে শত শত ঘরবাড়ি ধসে পড়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে বহু রাস্তাঘাট। এখনো বিভিন্ন স্থানে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।
সূত্র: ইন্ডিয়া ডটকমকেএএ/