আন্তর্জাতিক

এবার বেসরকারি মাদরাসাগুলোও বন্ধ করতে চায় আসাম

আগেই রাজ্যের সব সরকারি মাদরাসা বন্ধ করে দিয়েছে আসাম। এবার বেসরকারি মাদরাসাগুলোও বন্ধ করতে চলেছে ভারতীয় রাজ্যটি। নতুন বছরের প্রথম দিনই আসামের মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়েছেন, কমপক্ষে এক হাজার বেসরকারি মাদরাসা বন্ধ করতে বা সেগুলোকে সাধারণ স্কুলে রূপান্তরের চেষ্টা করছে তার সরকার।

Advertisement

ভারতে বেসরকারি মাদরাসাগুলো দেশটির সংবিধানের মাধ্যমে সুরক্ষিত। সেখানে লেখা রয়েছে, সংখ্যালঘুদের পরিচালিত কোনো শিক্ষাপ্রতিষ্ঠানকে স্পর্শ করতে পারবে না সরকার। এমনকি, বেসরকারি মাদরাসাগুলো ভারতের আরটিই (শিশুদের বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষা অধিকার আইন)-এর আওতায়ও পড়ে না।

আরও পড়ুন>> শেখ হাসিনার কারণে আসাম শান্তিতে আছে: হিমন্ত বিশ্বশর্মা

এরপরও আসামে বেসরকারি মাদরাসার সংখ্যা অন্তত এক হাজার কমিয়ে আনার জন্য কাজ করছে রাজ্যের পুলিশ ও শিক্ষা বিভাগ। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেছেন, রাজ্যে বেসরকারি মাদরাসার সংখ্যা তিন হাজার থেকে দুই হাজারে নেমে আসবে। আমরা এ বিষয়ে মাদরাসা কর্তৃপক্ষগুলোর সঙ্গে সমঝোতার চেষ্টা করছি।

Advertisement

এ বিজেপি নেতা বলেন, এখানে পাঁচটি স্বতন্ত্র সম্প্রদায় রয়েছে যারা অসমীয়া মুসলিম সম্প্রদায় হিসেবে পরিচিত। আমরা আদমশুমারির অনুমোদন দিয়েছি। যেসব গ্রামে অসমীয়া মুসলিম সম্প্রদায়গুলো বসবাস করে, সেগুলো যাচাই করছি। এছাড়া পৌর এলাকার যেসব ওয়ার্ডে অসমীয়া মুসলিমরা বাস করে সেগুলোও চিহ্নিত করা হচ্ছে।

আরও পড়ুন>> আসামে ‘জয় শ্রীরাম’ ইস্যুতে ৩ মুসলিমকে পেটালো উগ্রপন্থিরা

২০২৪ সালের শেষ নাগাদ এই আদমশুমারি সম্পন্ন হবে বলে জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী।

সূত্র: এনডিটিভিকেএএ/

Advertisement