প্রবাস

আম্মানে প্রবাসী দিবস উদযাপন

‘প্রবাসীর কল্যাণ, মর্যাদা–আমাদের অঙ্গীকারস্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার।’

Advertisement

এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় প্রবাসী দিবস উদযাপন করা হয়েছে জর্ডানের আম্মানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে। গোলটেবিল বৈঠক ও মতবিনিময় সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

বাংলাদেশ দূতাবাস আম্মানের আয়োজনে গোলটেবিল বৈঠকে রাষ্ট্রদূত নাহিদা সোবহান বলেন, জর্ডানে কর্মরত প্রবাসী বাংলাদেশি কর্মীদের জাতীয় প্রবাসী দিবসের শুভেচ্ছা। বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অপরিসীম। সকল প্রবাসী বাঙালির পরিশ্রম ও ত্যাগকে আমরা শ্রদ্ধা জানায়।

তিনি বলেন, এই প্রবাসী দিবসে জর্ডানে কর্মরত সকল বাংলাদেশি প্রবাসী কর্মীদের বৈধপথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানাচ্ছি। আপনাদের এই রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখছে। বিধায় আপনারা বৈধপথে রেমিট্যান্স পাঠিয়ে বাংলাদেশের উন্নয়ন যাত্রার গর্বিত অংশীদার হবেন, এই আশা রাখছি।

Advertisement

‘দিবসটি উদযাপন উপলক্ষে প্রবাসী কর্মীদের উপার্জিত রেমিট্যান্স বাংলাদেশের চলমান উন্নয়ন কর্মকাণ্ড সম্পাদনে মূল হাতিয়ার হিসেবে কাজ করে বিবেচনায় দূতাবাস, দেশে বৈধপথে রেমিট্যান্স পাঠানো ও বাংলাদেশ সরকারের নতুন উদ্যোগ ‘প্রবাসীদের জন্য পেনশন স্কিম’র বিষয়ে উদ্বুদ্ধকরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করে বিভিন্ন ধরনের প্রচারাভিযান ও সহায়তা দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে।’

আলোচনা সভায় বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম), উম্মে সালমা বলেন, জর্ডানের পোশাক খাতে বিপুল পরিমাণ প্রবাসী বাংলাদেশি শ্রমিক কর্মরত রয়েছে। এছাড়াও গৃহপরিচারিকা, আবাসন ও অন্যান্য ব্যবসায় অনেক বাংলাদেশি রয়েছে। জর্ডানে কর্মরত সকল প্রবাসী বাংলাদেশিদের অধিকার, সমস্যা ও তার প্রতিকার নিয়ে আমরা সর্বদা সচেতন আছি। যেকোনো প্রয়োজনে আমরা আপনাদের পাশে সবসময় আছি ও থাকবো।

‘আপনাদের কাছে অনুরোধ আপনারা জর্ডানে অবৈধভাবে কাজ করবেন না। চুক্তিবদ্ধ কোম্পানির আওতায় বৈধভাবে আয় রোজগার করবেন। আপনাদের উপার্জিত অর্থ বৈধ উপায়ে দেশে পাঠাবেন। আপনাদের এই কষ্টে উপার্জিত অর্থই আমাদের অর্থনীতিকে বলিষ্ঠ ও মজবুত করছে। আপনাদের সকলকে প্রবাসী দিবসের শুভেচ্ছা।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জর্ডানে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত উইলফ্রেডো সি সান্তোস, জর্ডানে নিযুক্ত শ্রীলঙ্কার রাষ্ট্রদূত জে. এ. ডি. এস. প্রিয়াঙ্গিকা উইজেগুনাসেকারা, জর্ডানের শ্রম মন্ত্রণালয়ের ডিরেক্টর (নন-জর্ডানিয়ান ডোমেস্টিক ডিরেক্টর) ফায়েজ আল জাব্বর, পিবিআই আকাবা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার সিওও মা’মোন আল-কুসোস, জর্ডানস্থ মাস ক্রিদা আল সাফি’র কান্ট্রি হেড দিলানথ্রা জায়ারাত্নে, সিডনি অ্যাপারেলস এলএলসি’র সিইও শঙ্কর শ্রীনিভাষণ ও জর্ডানে কর্মরত বাংলাদেশি অভিবাসী শ্রমিক রুমা আকতার।

Advertisement

বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা কর্মচারী ছাড়াও প্রবাসী বাংলাদেশি ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এমআরএম/জেআইএম